ক্রীতদাসীদের সাথে সহবাস- ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে!!!!
লিখেছেন লিখেছেন সত্য বচন ২০ অক্টোবর, ২০১৩, ০৯:১৭:৪২ রাত
দাসপ্রথা ইসলামে সর্বদাই আছে এবং থাকবে। কোরান ও হাদীস গ্রন্থে কোন রাখ ঢাক না করে খুব খোলামেলা ভাবে দাসপ্রথাকে বৈধতা দেয়া হয়েছে। নবী সাহাবীরা কতটা স্বাচ্ছন্দ্যে ক্রীদাসীদের সাথে মৌজ ফুর্ত্তি করেছেন তার একটি নমুনা দেখুন :
মালিকের মুয়াত্তা হাদিস ২.২৩.৯০:
"ইয়াহিয়া বললেন যে আবদুল্লাহ ইবনে উমরের ক্রীতদাসীরা তাঁর পা ধৌত করতো এবং তাঁর কাছে খেজুর পাতার তৈরি এক মাদুর নিয়ে আসত। সে সময় তারা ঋতুমতী ছিল।
মালিককে জিজ্ঞাসা করা হল কোন এক ব্যক্তি গোসল করার আগেই কি তার সব ক্রীতদাসীদের সাথে যুগপৎ সহবাস করতে পারবে? তিনি (অর্থাৎ মালিক) উত্তর দিলেন যে গোসল ছাড়াই পরপর দুইজন ক্রীতদাসীর সাথে সহবাসে কোন অসুবিধা নাই। কিন্তু যখন কোন স্বাধীন স্ত্রীর সাথে সহবাসের দিন থাকবে সেদিন অন্য আর এক স্বাধীন স্ত্রীর সাথে যৌন সঙ্গম করা যাবে না। কিন্তু এক ক্রীতদাসীর সাথে যৌন সঙ্গমের পর সাথে সাথে অন্য ক্রীতদাসীর সাথে সহবাস করা আপত্তিকর নয়—যদিও তখন লোকটি জুনুব (সহবাসের পর তার কাপড়ে অথবা দেহে বীর্য ও অন্যান্য কিছু লেগে থাকা)।"
বিষয়: বিবিধ
৪৬০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন