সৌদি তরুন তরুনীরা ও বাংলাদেশী তরুন -তরুনীদের বিয়ে করছেন
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০৮ অক্টোবর, ২০১৩, ১০:০১:১০ রাত
সৌদি তরুন তরুনীরা ও বাংলাদেশী তরুন -তরুনীদের বিয়ে করছেন
**************************************************
সৌদি আরবে কঠোর ধর্মীয় অনুশাসনের মধ্যে বেড়ে ওঠে তরুণ-তরুণীরা। এর মধ্যেও বৈশ্বিক পরিবর্তনের হাওয়া লেগেছে তাদের গায়ে। আগে যেখানে ভিন্ন সংস্কৃতি বিয়ে করার কথা ভাবতেও পারত না সেখানকার তরুণ-তরুণীরা; এখন তারা নিজেরাই সেই সিদ্ধান্ত নিতে পারছে। আর তাতে যোগ হচ্ছে বাংলাদেশি পাত্র-পাত্রীরাও।
সৌদি দৈনিক আল-শার্কের এক প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল রবিবার গালফ নিউজ জানায়, গত বছর অন্তত ১৭ সৌদি তরুণী বাংলাদেশি তরুণকে বিয়ে করেছে। প্রকৃতপক্ষে অন্য সংস্কৃতির মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রবণতা বাড়ছে দেশটিতে। কেননা গত বছর একই সংখ্যক সৌদি তরুণী ১৭ আফগান তরুণকেও স্বামী হিসেবে গ্রহণ করে। দেশটির আইন মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এসব তথ্য জানান।
বিদেশিদের বিয়ে করার ক্ষেত্রে পিছিয়ে নেই সৌদি তরুণরাও। এই হিসাবে বরং তরুণীদের চেয়েও এগিয়ে তারা। গত বছর বাংলাদেশি তরুণীদের স্ত্রী হিসেবে গ্রহণকারী সৌদি তরুণের সংখ্যা ২৭। আফগান তরুণীদের ক্ষেত্রে অবশ্য এ সংখ্যা দ্বিগুণ ছাড়িয়ে ৫৫-তে গিয়ে ঠেকেছে। সৌদি আরবের আইন অনুসারে, কোনো সৌদি তরুণীর বয়স ২৫ হলে বিদেশি পুরুষকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারে। তবে পাত্র আত্মীয় হলে পাত্রীর বয়স ২১ পর্যন্ত শিথিল করা যায়। পুরুষের ক্ষেত্রে বিদেশি তরুণীকে বিয়ে করার সর্বনিম্ন বয়স ৩০। তবে ওই তরুণীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্ক থাকলে ২৫ বছর বয়স হলেই সরকারি অনুমোদন পেয়ে যায় পুরুষরা।
http://tazakhobor.com/bangla/abroad/12989-2013-10-07-03-32-5?fb_action_ids=631992920174955&fb_action_types=og.likes&fb_source=other_multiline&action_object_map={"631992920174955":761437757215622}&action_type_map={"631992920174955":"og.likes"}&action_ref_map=[]?q=b24d9cf06915b19fb05cc7a241947e44142338
বিষয়: বিবিধ
১০৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন