এটাকেই বলে ন্যায় বিচার।
লিখেছেন লিখেছেন ঘামা রশ্নি ০৬ সেপ্টেম্বর, ২০১৩, ১১:২৪:৪৫ সকাল
আদালতের কাঠগড়ায়
দাড়িয়ে ষাটোর্ধ
বৃদ্ধা,চুরির
অভিযোগে অভিযুক্ত।
বিবাদী এলাকার
বিত্তশালী।
অভিযো গঃবৃদ্ধা লোকের
ঘর থেকে সম্পদ চুরি করেছেন,
আদালতঃআপনি চুরি করছেন
কিনা? বৃদ্ধাঃ হ্যা করেছি।
আদালতঃকেন চুরি করলেন?
বৃদ্ধাঃথরথর করে কাপছেন আর
বললেন, আমার ছোট্ট
একটা নাতি আছে সে অসুস্থ্য,
কিন্তু আমাদের কোন
উপার্জনক্ষম ব্যাক্তি নাই,
ঘরে কোন খাদ্য নাই,তার
জন্য আমি চুরি করতে বাধ্য
হয়েছি। আদালতে পিনপতন
নীরবতা।
বিচারকঃ চুরি যেহেতু
প্রমানিত তাই
শাস্তি তাকে পেতেই
হবে,আদালত তার ২০০সেন্ট
জরিমানা করলেন।
সাথে সাথে বৃদ্ধা কেদে ক
আমার কাছে এক সেন্ট নাই
আমি এগুলু কিভাবে দিবো?
""""""""""""""""""""""""""
বিচারক তার মাথার
টুপি খুলে টাবিলে রাখলেন
আর বললেন, ইসলামি রাষ্ট্র
তথা সমাজের দায়িত্ব
হলো সকল নাগরিকের
মৌলিক চাহিদা পুরন করা।
আমরা সেই দায়িত্ব
পালনে ব্যার্থ হয়েছি, তাই
আমাদের সবাইকে এর
দ্বায়ভার নিতে হবে।
প্রত্যেকে আমার
টুপিতে ২০সেন্ট
করে জমা দিবেন,এটাও
রায়ের অংশ।সবাই
জমা দিলো।
বিবাদীকে তার
পাওনা দিয়ে বাকী টাকা
আল্লাহু আকবার, ইসলাম শুধু
ন্যায় বিচার করে না।
সাথে থাকে মমতার পরশ।এমন
বিচার কায়েম
হলে দেশে দেশে শান্তির
বন্যা বয়ে যেত।এই সবুজ
জমিনে এমন
সোনালী স্বপ্নের জাল
বুনছি। ইন্দোনেশিয়ার
একটি সত্য ঘটনা অবলম্বনে।
বিষয়: বিবিধ
১২৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন