রোবটিক প্রেম (Part-4)

লিখেছেন লিখেছেন ক্যাকটাস হিমু ০৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:১২:৩৩ সকাল

আজ সকল আত্ত্বীয়-স্বজন আসছে বাড়িতে ।

কান্না-কাটির মহারোল পড়েগেছে। আসল

কাহিনী কেউই জানেনা শাহীন আর রিহাম

ছাড়া। শাহীন দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল

ঝরাচ্ছে আর ভাবছে পৃথিবীর নিকৃষ্ট প্রেমের

কান্ড-কারখানা নিয়ে, যে প্রেম

মানুষকে ঠেলে দেয় মৃত্যুর দিকে সেই প্রেম

নিয়ে। মানুষ তবুও প্রেমে পড়ে,

জীবনে প্রেমে পড়ে একবার মরাও নাকি ভাল!

হায়রে সভ্যতা, হায়রে মানুষ। সবই তোমাদের

খেলা। সেবার রিহাম ২য় বর্ষের

একটা প্রজেক্টের কাজে ৭দিন ব্যাস্ত ছিল।

বান্ধবিদের সাথে টিচারদের নিয়ে বিভিন্ন

বন উদ্যানে ব্যাস্ত সময় কাটায়। নিশু বার বার

ফোন করেও উত্তর মিলেনা। নিশু রাগ করে এস

এম এস করে “মারা যাচ্ছি খবর পাবে” । কই...

কেউ খবর নেয়না ! ২দিন পরে আবার নিশুই ফোন

করে তবুও ফোন কেটে দেয়, রিসিভ করেনা।

এদিন গুলো ছিল নিশুর খুব কষ্টের। বাসায় আসার

পরেও রিহাম খবর নেয়না। নিশুই ফোন দেয়

আবার... ফোন ধরে রিহাম বলে “আমি টায়ার্ড,

পরে ফোন দাও” এই বলে ফোন রেখে দেয়।

রিহামের কাছে পরে বলতে নির্দিষ্ট কোন সময়

নাই... সেটা ১দিন, ২দিন এমনকি এক সাপ্তাহ

হতে পারে। রাতটা খুব কষ্ট করে কাটিয়ে পরের

দিন ভোরে নিশু ফোন করে, রিসিভ করে রিহাম

বলে “প্রবলেমটা কী?”

দুপুরে আবার ফোন করে নিশু। রিহাম তার

খালা মনির কাছে ফোন

ধরিয়ে দিয়ে ঝাড়ি শুনায়। রাগে,

অভিমানে নিশু খাওয়া-দাওয়া ছেড়ে দিসে। ৬/

৭দিন পরে নিশু আবার ফোন দেয়। রিহাম উত্তর

দেয় “আমি প্রাইভেট পড়তে আসছি,

পরে কথা হবে”। শান্ত কণ্ঠ শুনে নিশুর

মনে কিছুটা শান্তি আসে। কিন্তু

পরে বলতে পরে......। পরের দিন নিশু ফোন দেয়,

তখন রিহামের ফোন বিজি দেখাচ্ছে... তারপর

ওয়েটিং... ২মিনিট...৪মিনিট...৮মিনিট।

২০মিনিট পরে নিশু আবার ট্রাই করে। এবার

ফোন বন্ধ! ট্রাই করেতে করেতে কিছুক্ষণ

পরে ফোন ঢুকে, রিহাম রিসিভ করে শান্ত গলায়

বলল “ কি হইছে... বল এবার?” রিহামের শান্ত

ভাব দেখে আনন্দে চোখ জলে টল-মল।

- তুমি আমার ফোন ধর না কেন?

- আমি ব্যাস্ত থাকি এটা বুঝনা কেন?

তুমি অবুঝ?

- একটু আগে কার সাথে কথা বলছিলে?

কোন উত্তর না দিয়ে রিহাম ফোন কেটে আবার

কল ওয়েটিন দেখা গেল। রাগে আর

ক্ষোভে রাস্তার মধ্যে দিয়ে হাঠঁছিল নিশু।

পেছন থেকে বাস এসে ধাক্কা দিয়ে রাস্তায়

ফেলে দেয়। পা মস্কে গিয়েছিল, ১২ দিন

হাস্পাতালে ছিল। এর মাঝে একদিনও ফোন

করে না রিহাম! ১২দিন পরে নিশুই আবার ফোন

করে ‘কেমন আছ? আমি এক্সিডেন্ট করেছিলাম,

খবর নিলেনা... পরীক্ষাও দিতে পারি নাই”।

বিধাতার হাতে গড়া রোবট রিহামের সাদা-

মাটা উত্তর “রাস্তা দেখে হাঠঁতে পার না?

পাগল নাকি? এখন কেমন আছ?” শেষের

বাক্যটা শুনে নিশুর সমস্ত দুখঃ মুছে যায়।

continue......

বিষয়: বিবিধ

১০৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File