এবার তিন মুসলিম শিশুকে জবাই করলো হিন্দু সন্ত্রাসীরা।

লিখেছেন লিখেছেন লুঙ্গি পাগলা ১৯ নভেম্বর, ২০১৩, ১০:৫০:০০ সকাল

বরিশালের গৌরনদীতে তিন মুসলিম

শিশুকে জবাই করেছে এক হিন্দু সন্ত্রাসী।

শিশুদের মধ্যে একজন শহীদ হয়েছে, বাকিদের

অবস্থা আশঙ্কাজনক। গত রোববার এই জঘন্য

ঘটনা ঘটায় নয়ন বালা নামক এক হিন্দু। যদিও এ

হত্যাকাণ্ড পরিকল্পিত, কিন্তু

মিডিয়াগুলো হিন্দু সন্ত্রাসী নয়ন

বালাকে মাদকাসক্ত বলে ঘটনার মোড়

অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করে। শুধু তাই

না, প্রশাসনের সমস্ত উর্ধ্বতন কর্মকর্তা (বরিশাল-১

আসনের সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো.

ইউনুস, বরিশালের পুলিশ সুপার মো. এহসান

উল্লাহ, সহকারী পুলিশ সুপার অশোক নন্দী,

সুদীপ্ত সরকার, , গৌরনদী থানার ওসি নাজমুল

করিম) ঘটনাস্থলে উপস্থিত

হয়ে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য

উঠে পড়ে লেগে যায়। তবে নিহতের

পিতা হিন্দু সন্ত্রাসী নয়ন বালা ছাড়াও তার

বাবা অমল বালা, চাচা দুলাল বালা, চাচী রুনু

বালা, পুস্প বালা, সুবর্ন

বালাকে দোষী বলে উল্লেখ

করলে পরিকল্পিত হত্যাকাণ্ডের বিষয়টি স্পষ্ট

হয়ে উঠে।

বিস্তারিত: http://m.facebook.com/notes/des-wa/আমার-দ্বাদশ-নোট-এবার-তিন-মুসলিম-শিশুকে-জবাই-করলো-হিন্দু-সন্ত্রাসীরা-আমরা-কি-বাংল/418307641632015/?refid=8&_ft_=qid.5947715624006839987%3Amf_story_key.-7335175175392537257&fbt_id=418307641632015&_rdr#s_81f5f12b6972168b46d5541e83629e00

বিষয়: বিবিধ

১১৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File