ব্যাচেলার কথন,আমি এবং বউ

লিখেছেন লিখেছেন লুঙ্গি পাগলা ২৫ নভেম্বর, ২০১৩, ১২:০৭:২৪ দুপুর

বউ বাপের বাড়ি গেছে তাই

বইসা বইসা ফেবু চালাইতে ছিলাম ।

এমন সময় বউ ফোন দিলো ।

বউ: কি করো জানু ?

আমি: বইসা আছি কি আর করমু ! সরকার

যা শুরু

করছে তাতে বইসা থাকা ছারা কি আর

করমু ?

বউ: ক্যান আবার কি হলো

আমি:তুমি কাছে নাই যদি পুলিশ

আইসা ধইরা নিয়া যায় ?

বউ: পুলিশ ধরবো ক্যান ?

আমি: ক্যান জানো না ?পুলিশ

ব্যাচেলারগো বাসা ছাড়তে কইছে ।

তুমিই কউ জানু এইটা মানবাধিকার

লঙ্গন না ?

বউ: কিসের মানবাধিকার লঙ্গন

উল্টা ব্যাচেলারদের মানবাধিকার

দেয়া হচ্ছে ?আর এই সরকার

যে ইসলামীক সরকার এটা তার বড়

প্রমান ।

আমি: কি কউ তুমি এগুলা ? পোলাপান

থাকবো কই ?

পড়ালেখা করবো ক্যামনে ?

বউ: আরে সরকার কি পড়ালেখা বন্ধ

করে দিয়েছে নাকি ?আসলে সরকার

ব্যাচেলারদের বিয়ে করার

অধিকার নিশ্চিত

করতে এমটা করেছে ।আর

যাতে পার্কে বসে এদের এমন

অসভ্যতা করে গুনাহের ভাগীদার

না হতে হয় এই কারনেই সরকার এমন

পদক্ষেপ নিয়েছে । যাতে করে সবার

পরিবার

থেকে বিয়ে করিয়ে দেয়া হয় ।

বোঝনা কিছুই শুধু সমালোচনা করো ।

তুমি যে কেমন মুসলীম তা আমার

বোঝা হয়ে গেলো !

আমি: মোকলেছরে এই শীতের মধ্যেও

আমারে ফ্রিজে ঢোকা আমার

মাথা হট হয়া গেছে !

বিষয়: বিবিধ

১৫৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File