দেখছি যা তা ভাল্লাগে না

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৯ নভেম্বর, ২০১৩, ১০:৩৩:৩০ সকাল

দেখছি যা তা ভাল্লাগে না

লাললঙ্কা ঝাল লাগে না!

বাঘা কুত্তার ছাল লাগে না,

হইতে ভাল মাল লাগে না

বলছে সবাই- 'গা বাচিয়ে!'

দেখছি যা তা ভাল্লাগে না

আসতে কুমিড় খাল লাগে না

নাচছে নটী, তাল লাগে না

তেড়াকথায় গাল লাগে না!

হবে কি ঝড়, হাঃ হাঁচিয়ে!

দেখছি যা তা ভাল্লাগে না

ভাত রান্নায় চাল লাগে না

শীত নেমেছে শাল লাগে না

চলছে নৌকা, পাল লাগে না

চলছি আমি, পা নাচিয়ে!

বিষয়: বিবিধ

১০১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File