আসেন প্রান খুলে হাসি

লিখেছেন লিখেছেন মরহুম সাদেক ২৫ আগস্ট, ২০১৩, ০৩:৩২:৫৫ দুপুর

১)

বল্টুঃ কাল আমারে দশজন মিলেঅনেক মেরেছে।

পল্টুঃ তা তুই কী করলি?

.

.

.

.

.

.

বল্টুঃ আমি রেগে গিয়ে বললাম, পারলে একজন একজন করেআয়।

পল্টুঃতারপর?

বল্টুঃ তারপর আর কী, ওরা একজন একজন করে এসে আবার আমাকে মারল।

২)

ছেলেঃ আমি তোমাকে অনেক ভালবাসি.....I Love U... ♥

মেয়েঃ হা হা হা হা হা হা হা হা

ছেলেঃ তুমি আমার সব ।

মেয়েঃ হা হা হা হা হা হা হা হা

ছেলেঃ আমি তোমাকে ছাড়া বাঁচবো না ।

... ... মেয়েঃ হা হা হা হা হা হা হা হা

ছেলেঃ আমি তোমাকে হীরের আংটি দিব ।

মেয়েঃ woww.....সত্যি.....!!!!

.

.

.

.

.

.

.

.

.

.

.

ছেলেঃ হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা ....xD

৩)

আজকাল “টাই” পড়িয়া কোথাও যাওয়া একটা সংকটজনক ব্যাপার হইয়া দাড়িয়াছে,

পাছে কেউ না আবার টাই পরিহিত “ডেসটিনির কটকটি বিক্রেতা” ভাবিয়া বসে।

“টাই” এর মান ইজ্জত পুরা প্লাষ্টিক বানায়া দিছে ডেসটিনির পোলাপইন!!

৪)

স্ত্রীঃ এটা আমার দুর্ভাগ্য যে আমি তোমাকে বিয়ে করছি, তা না হলে আমার প্রতি অনেক স্মার্ট ছেলে আগ্রহী ছিলো।

!

!

!

!

!

!

!

!

!

!

!

স্বামী ঃ হুম্, আমি নিশ্চিত তারা স্মার্ট ছিলো, এ কারণেই তো তারা তোমার থেকে পালাইছে।

৫)

*কম্পিউটার আবিষ্কারের পূর্বেঃ

> ওয়েব মানে মাকরশার জাল্।

> মাউস মানে ইদুর্।

> হার্ড ড্রাইভ মানে কষ্টকর ভ্রমন্।

> ফাইল মানে অফিসের কাগজ পত্র।

৬)

এই জেনারেশনে ছেলেরা খুব বিজি।কিভাবে? গাড়ি চালানোর সময়েই দেখুনঃ

১ হাত স্টিয়ারিং-এ

১ হাত গিয়ারে

১ পা ক্লাচে

১ পা এক্সিলেটরে

১ কান মিউসিকে

১ কান মোবাইলে

১ চোখ রাস্তায়

১ চোখ পাশ দিয়ে যাওয়া মেয়েদের দিকে

নাক শ্বাসকার্যে

মুখ সিগারেট/ চুইংগাম চিবুতে

এক সাথে এত্ত কাজ করার পরও বাপ যখন 'আকাইম্যা আর অপদার্থ' বলে তার কোনো মানে হয়?! জাতির বিবেকের কাছে কোয়াশ্চেন....

৭)

এক সুন্দরি মেয়ে আমাদের মাশরাফি বিন মুর্তজার কাছে এসেছে প্রেম নিবেদন করতে।

মেয়েঃ আমি আপনাকে অনেক ভালবাসি,আপনার পায়ের তলায় আমাকে একটু ঠাই দিবেন ?

-

-

-

-

-

-

-

-

মাশরাফিঃ এমন জায়গায় ঠাই চেয়েছ যেখানে আমার জায়গায় জায়গায় ইনজুরি !!!

৮)

সদ্য গ্রাম থেকে আসা এক ভিক্ষুক পহেলা বৈশাখের দিন,রমনার বটমূলে গিয়ে দেখে শহরের সকল ধনী-শিক্ষিত লোকেরা পানতা ভাত কাঁচা মরিচ দিয়ে খাচ্ছে ! সে এই দৃশ্য দেখে তো অবাক ! এর কারন কী ! কাকে জিঙ্জেস করবে! সবাই ব্যস্ত খাওয়া দাওয়াতে ! এক ভদ্র লোক কে পেয়ে সে ভিখারি বলল, " স্যার আপনাগো কী হ'ইছে ! আপনারা সবাই পান্তা ভাত খাইতেছেন কেন ?!

জবাবে, ভদ্রলোকটি বলল, " বুঝলে আমরা আমাদের পূর্ব পুরুষদের ইতিহাস

ভূলে যাইনি, তাই খাচ্ছি !"

এই কথা শুনে ভিক্ষুকটি বলল," ওহহ ! বুঝছি বুঝছি ! আপনাগোবাব-দাদারাও আমাগো মতো, ভিক্ষুক ছিলো !

৯)

ব্যকরণ শিক্ষক :- বলতো টুটুল ধ্বনি কহাকে বলে ?

টুটুল :- স্যার এটাতো একদম সহজ প্রশ্ন এ জগতে যার ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি বেশি তাকে ধ্বনি বলে।

১০)

ছিনতাইকারী :- ঝটপট বলুন প্রাণ দেবেন নাকি টাকা?

পথিক :- প্রাণটাই নাও , টাকা দিলেএই বুড়ো বয়সে খাব কি?

১১)

মেয়েঃ আমার মন mobile & তুমি আমার sim.

ছেলেঃ আমি আজকে অনেক খুশি। তুমি আমাকে এত ভালবাসো?

মেয়েঃ এত খুশি হওয়ার কোন দরকার নাই, ভাল কোন offer পেলে আমি sim change করে দিবো।

১২)

বিচারক: আপনি দোষী না নির্দোষ?

আসামি: আপনি রায় দেয়ার আগে কেমনে বলি?

১৩)

পল্টু :- জানিস বিল্টু, আমার কাকা আমাকে একটা কুকুর উপহার দিয়েছে।

বিল্টু :- সেকি কামরায় না তো ?

পল্টু :- সেটা পরিক্ষা করার জন্যই তো তোকে দাওয়াত দিয়ে এনেছি!

১৪)

ক্রেতা :- হাঁসের ডিম আছে?

বিক্রেতা :- নাই?

ক্রেতা :- ওই তো খাঁচায় ভরা হাঁসের ডিম।

বিক্রেতা :- ওগুলো হাঁসের না হাঁসির ডিম।

১৫)

(Voice Change) পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী হাটাৎ জোরে চিৎকার দিয়ে উঠল।

শিক্ষক :- তুমি এত জোরে চিৎকার দিলে কেন?

ছাত্র :- স্যার, প্রশ্নে লেখা আছে ভয়েস্ চেঞ্জ

কর।

১৬)

সিনেমা হলে দর্শকদের মধ্যে স্বামী-স্ত্রী এত কথা বলছিলেন যে, এক দর্শক বিরক্ত হয়ে বললেন ভাই সাহেব, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না ?

ভদ্রলোকের উত্তর :- স্বামী-স্ত্রীর কথা আপনি শুনবেন কেন?

১৭)

এক বৃদ্ধ রোগীকে ডাক্তার ওষুধপত্র দিয়ে বললেন-বড়ির খাবার সবসময় ঢাকা রাখবেন।

রোগী উত্তর দিলো :- ঢাকা কেন স্যার কুমিল্লা রাখলে চলে না।

১৮)

এক স্কুলের শিক্ষক ছাত্রের উদ্দেশে বললেন বলতো B.B.C তে কি হয়।

ছাত্র :- স্যার বিবিসি তে হয় বেলা বিস্কিট কোম্পানি।

শিক্ষক :- ভারী বেয়াদব ছেলে তো ।

ছাত্র :- আপনারটাও ঠিক স্যার।

১৯)

ছেলেকে ঘুম পারানোর জন্য মা গান গাইছেন - আয় আয় চাঁদ মামা-।

ছেলে :- মা চাঁদ নানা দেখতে কেমন?

মা :- চাঁদ আবার তোর নানা হলো কবে?

ছেলে :- সে কি মা! তোমার মামা হলে আমার নানা হবে না?

২০)

শিক্ষক :- বলতো আমি তোমাকে বিয়ে করলাম এর ভবিষৎ কাল কি?

ছাত্রী :- আমি তোমাকে তালাক দিলাম।

২১)

বাগানের মালিক :- আর যদি কোন দিন তোমাকে আম চুরি করতে দেখি তবে তোমার বাবা কে বলে দিবো।

আম চোর :- আপনি ই”চ্ছা করলে এখনই বলতে পারেন, বাবা তো ঐ গাছের পতার আড়ালে লুকিয়ে আছেন।

২২)

ক্যাপ্টেন: সৈনিক, আপনি কি সাঁতার জানেন?

সৈনিক: জানি, স্যার।

ক্যাপ্টেন: কোথায় সাঁতার শিখলেন?

সৈনিক: পানিতে স্যার।

২৩)

অবশেষে বিশ্বের সবচাইতে পাতলা বই প্রকাশিত হল ~

বইটার নাম : "একজন নারী যা চায়"

বইয়ে একটামাত্র পেইজ যাতে শুধুমাত্র একটা শব্দই লেখা -

.

.

.

.

.

.

" সবকিছু "..!!

এবার বুঝলেন তো মেয়েরা কতো সিম্পল !..... :-P

২৪)

এলাকার এক ছেলে একটি মেয়েকে প্রপোজ করছে.....

ছেলেঃ- I love u. আমি তোমাকে ছাড়া বাচবো না।

মেয়েঃ- আমার পায়ের জুতার সাইজ জানো??

ছেলেঃ- এই যাহ । ভালবাসা শুরু হতে না হতে উপহার চাওয়া শুরু করলে।

তোমরা মেয়ারা পারও বটে :D

২৫)

স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা হচ্ছে।

স্ত্রী: (ধমকের স্বরে) কোথায় তুমি?

স্বামী: প্রিয়তমা, তোমার কি সেই জুয়েলারির দোকানটার কথা মনে আছে, যে দোকানের একটা গয়নার সেট তুমি পছন্দ করেছিলে এবং বলছিলে, ‘ইশ্! যদি এটা কিনতে পারতাম?......

স্ত্রী: (গদগদ স্বরে) হ্যাঁ প্রিয়তম, মনে আছে! তুমি কি ওখানে?আমি আসব ?

স্বামী: তুমি এসে কি করবে ? আমি তো সেই জুয়েলারির দোকানের ঠিক পাশের দোকানে বসে চা খাচ্ছি।

২৬)

শিক্ষকঃ ইংলিশে ট্রান্সলেট করো...

'এখান দিয়ে একদল সুন্দরী মেয়ে হেটে চলে গেলো...'

,

,

,

,

,

,

,

,

পাপ্পুঃ " Oh Shit!... I miss it...."......:-P

২৭)

দুই লোক রাস্তায় মারামারি করছে ...!!

আর একটা বাচ্চা দাঁড়িয়ে তা দেখছে ...!!

এক পর্যায়ে পুলিশ এসে বাচ্চাটিকে জিজ্ঞেস করলোঃ তোমার বাবা কোনজন?

বাচ্চাটি মুচকি হেসে উত্তর দিলোঃ ...… ↓↓↓







→ → → → → → → → এটা ঠিক করার জন্যই তো ওরা মারামারি করছে!! :P

২৮)

ডাক্তার: কী সমস্যা আপনার?

রোগী: ডাক্তার সাহেব, আমি সহজে কিছু মনে করতে পারি না। আমার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে।

ডাক্তার: আপনার বয়স কত?

রোগী দীর্ঘক্ষণ আঙুলের কর গুনলেন। মুঠোফোন বের করে ক্যালকুলেটরে কী যেন হিসাব কষলেন, তারপর বললেন, ‘২২ বছর’।

ডাক্তার: আপনার উচ্চতা কত?

রোগী ব্যাগ থেকে দৈর্ঘ্য মাপার ফিতা বের করলেন, নিজের উচ্চতা মেপে বললেন, ‘৫ ফুট ৫ ইঞ্চি’।

ডাক্তার: আপনার নাম কী?

রোগী চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। বিড়বিড় করে দুলে দুলে কী যেন গান গাইলেন, তারপর হেসে বললেন, ‘দুঃখিত, নামটা মনে করে নিলাম। আমার নাম শফিক’।

ডাক্তার: ভালো। কিন্তু নিজের নাম মনে করার জন্য কিছুক্ষণ আগে আপনি কী করছিলেন?

রোগী: আমার জন্মদিনে বন্ধুরা যে গানটা গেয়েছিল, সেটা মনে করার চেষ্টা করছিলাম।

ডাক্তার: কোন গান?

রোগী: হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার শফিক।

২৯)

মেজাজ গরম হলে ll

* স্ত্রীর মেজাজ গরম হলে স্বামীকে খেতে হয় ঝাড়ুর বাড়ি, আর স্বামীর মেজাজ গরম হলে স্ত্রীকে যেতে হয় বাপের বাড়ি।

* প্রেমিকার মেজাজ গরম হলে প্রেমিককে ছ্যাঁকা খেতে হয়, আর প্রেমিকের মেজাজ গরম হলে প্রেমিকা চাইনিজ খাওয়া থেকে বঞ্চিত হয়।

* শালির মেজাজ গরম হলে শ্বশুর বাড়িতে যাওয়ার আনন্দটাই হয় মাটি, আর দুলাভাইয়ের মেজাজ গরম হলে শালিরা দুলাভাইদের মার্কেটে নিয়ে পকেটের চৌদ্দটা বাজানোর সুযোগ হারায়।

৩০)

আজকালকার পোলাপানের সিস্টেম তো কিছুই বুঝি না ।

একটা মশা কামড় দিলেও প্রেমিক/ প্রেমিকারে ফোন দিয়া উদাসকন্ঠে কয়,

"জানু, আজকে না আমাকে একটা মশা কামড় দিছে ।"

ঐপাশ থেইকা তখন কয়

"তুমি ব্যথা পাইছো সোনা ?

ফুলে গেছে ?

এডিস মশা না তো ?

আমার কিন্তু ভয় করছে !

ইদানীং ডেঙ্গুজ্বর নাকি বেড়ে গেছে ।

তুমি কালকেই ডাক্তারের কাছে যাবা,

বুঝছো মনা ?"

!!

!!

!!

!!

মানে পুরাই একখান কমেডি, লুলে লুলময়

৩১)

ক্লাসে স্যার গণিত পড়াচ্ছেন !!

স্যার : মনে কর, প্যান্টের ডান পকেটে তুই ৫০ টাকা পেলি

এবং বাম পকেটে ১০০ টাকা পেলি, তখন তুই কি করবি?

ছাত্র : কি আর করব!!

দর্জি দোকানে গিয়ে দর্জি ওয়ালাকে এক থাপ্পড় দিয়ে বলব, হারামজাদা, পিছের পকেটের টাকা কই? তাড়াতাড়ি বাইর কর কইলাম...:@" :D :D

৩২)

বাবা এবং ছেলেঃ-

--------------- -

বাবাঃ আমি তোমাকে আমার পছন্দের মেয়েরসাথে বিয়ে দিতে চাই ,

ছেলেঃ না !

বাবাঃ মেয়েটি বিল গেটস এর মেয়ে!

... ছেলেঃ তাহলে ঠিক আছে !

বাবা এবং বিল গেটসঃ-

--------------- -------

বাবাঃ আমি আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি ,

বিল গেটসঃ না !

বাবাঃ আমার ছেলে ওয়ার্ল্ড ব্যাংক এর CEO !

বিল গেটসঃ তাহলে ঠিক আছে !

বাবা এবং ওয়ার্ল্ড ব্যাংক এর প্রেসিডেন্টঃ-

--------------- --------------- --------

বাবাঃ আমার ছেলেকে তোমার ব্যাংক এর CEO পদে নিজুক্ত করে দাও ,

প্রেসিডেন্টঃ না !

বাবাঃ আমার ছেলে বিল গেটস এর মেয়ের জামাই !

প্রেসিডেন্টঃ তাহলে ঠিক আছে !

--------------- --------X------ --------------- ---

কি বুঝলেন ? হুম এইটা হল বিজনেস !!!

৩৩)

তিন ইঁদুর নিজেদের বীরত্বের

গল্প করছে. . . .

প্রথম ইঁদুরঃ জানিস, সেদিন

আমি এক বোতল ইঁদুর মারার বিষ

খেয়ে ফেলেছি, অথচ আমার কিছুই

হয়নি।

দ্বিতীয় ইঁদুরঃ কিছুদিন

আগে আমি একটা ফাঁদে আটকা পড়ে গেছিলাম।

ফাঁদটা ভেঙে বেরিয়ে এসেছি।

তৃতীয় ইঁদুরঃ তোরা গল্প কর,

আমি আজ উঠি। বাড়ি ফিরে আবার

পোষা বিড়ালটাকে খাবার দিতে হবে। :P

৩৪)

ছেলেঃতোমার নাম কি??

মেয়েঃতোমাকে কেন বলব??

আমি তোমাকে চিনি??

ছেলেঃ ঠিক আছে বইল

না আমি তোমাকে আমার নতুন

হোন্ডাতে বসাইয়া ৫ স্টার হোটেল এ নিয়া যাইতে চাইছিলাম!!।

.

.

.

.

.

মেয়েঃ রানি,বি.কমফাইনাল ইয়ার, উত্তর মহিলা কলেজ.

কলেজ ৯ টা থাইকা ১ টা শুক্রবার বন্

বাবার সাথে যাই কিন্তু আসি একা :P

৩৫)

এক ছেলে সিগারেট খাচ্ছিল দেখে এক মেয়ে জিগ্যেস করলো,

আচ্ছা আপনি কত বছর ধরে সিগারেট খান??

ছেলেঃ কেন ..??!!!

মেয়েঃ নাহ মানে আমি বলতে চাচ্ছি আপনে যদি সিগারেট

খেয়ে এত টাকা নষ্ট না করতেন তাহলে সামনের

ওই কারটা হয়তো আজ আপনার হতে পারত!!

ছেলেঃ আপনি কি সিগারেট খান..??

মেয়েঃ নাহ

ছেলেঃ সামনের অই কার টা কি আপনার??

মেয়েঃ নাহ

ছেলেঃ সামনের ওই কারটা আমার !!!!

মরালঃ যেই-খানে সেই-খানে যারে তারে উপদেশ দিতে যাবেন না বেইজ্জতি হইয়া যাইতে পারেন :P :P

৩৫)

কিছু প্রাইভেট ভার্সিটির বাংলা অনুবাদ !!

১. অবস্থা বিশ্ববিদ্যালয় (State University)

২. মহানুভব শিল্প বিশ্ববিদ্যালয় (University of Liberal Arts)

৩. কেন্দ্রীয় মহিলা বিশ্ববিদ্যালয় (Central Women’s University)

৪. শহর বিশ্ববিদ্যালয় (City University)

৫. হলুদ রঙ্গের বসন্তকালীন ফুল আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় (Daffodil International University)

৬. পূর্বদেশীয় বিশ্ববিদ্যালয় (Eastern University)

৭. পূর্ব-পশ্চিম বিশ্ববিদ্যালয় (East West University)

৮. সবুজ বিশ্ববিদ্যালয় (Green University)

৯. স্বাধীন বিশ্ববিদ্যালয় (Independent University)

১০. উত্তর দিকস্থ বিশ্ববিদ্যালয় (Northern University)

১১. জাতির বিশ্ববিদ্যালয় (People’s University)

১২. প্রধান বিশ্ববিদ্যালয় (Prime University)

১৩. এশিয়ার অধিবাসীর মৌলিক বিশ্ববিদ্যালয় (Primeasia University)

১৪. দক্ষিণ-পূর্ব বিশ্ববিদ্যালয় (Southeast University)

১৫. উত্তর-দক্ষিণ বিশ্ববিদ্যালয় (North South University)

১৬. এশিয়া প্রশান্ত বিশ্ববিদ্যালয় (University of Asia Pacific)

১৭. এশিয়ার অধিবাসী বিশ্ববিদ্যালয় (Asian University)

১৮. দক্ষিণ-এশিয়া বিশ্ববিদ্যালয় (University of South Asia)

১৯. দক্ষিণ দিকস্থ বিশ্ববিদ্যালয় (Southern University)

২০. পৃথিবী বিশ্ববিদ্যালয় (World University)

২১. পূর্ব-প্লাবন বিশ্ববিদ্যালয় (East Delta University)

২২ আমেরিকান আন্তর্জাতিক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় (AIUB)

২৩ প্রধান নগর বিষয়ক বিশ্ববিদ্যালয় (Metropolitan University)

২৪ প্রেসিডেন্টের পদমর্যাদা বিশ্ববিদ্যালয় (Presidency University)

২৫ সহস্র বৎসর বিশ্ববিদ্যালয় (Millennium University)

২৬ সংযুক্ত আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় (United International University)

২৭ রাজকীয় বিশ্ববিদ্যালয় (Royal University)

২৮ রাণীর বিশ্ববিদ্যালয় (Queens University)

২৯ অগ্রগণ্য বিশ্ববিদ্যালয় (Premier University)

-----------------------------

৩৬)

স্কুল আর কলেজের মধ্যে পার্থক্য-

স্কুলে দেরী করে গেলে লাস্ট বেঞ্চে বসতে হয়

.

.

.

.

.

আর কলেজে দেরী করে গেলে প্রথম বেঞ্চে বসতে হয় পিঃ

৩৭)

●-●---►আশ্চর্য্য এক লাইফ সার্কেল ...◄---●-●

তেলাপোকা ভয় পায় ইঁদুরকে

ইঁদুর ভয় পায় বিড়ালকে

বিড়াল ভয় পায় কুকুরকে

কুকুর ভয় পায় মানুষকে

মানুষ ভয় পায় নারীকে

এবং

.

.

.

.

.

সেই নারীই ভয় পায় ঐ তেলাপোকাকে!!! :-O

৩৮)

এক ঘুমকাতুরে ভিক্ষুক তার ভিক্ষার স্পটে নোটিশ টাঙিয়ে দিলঃ " দয়া করে থালাতে কয়েন ফেলে শব্দ করবেননা, নোট ফেলুন !!" :-P

৩৯)

আপনার এক বন্ধু চরম হাসির জোকস বলতে পারে । এই মুহুর্তে সে আপনাকে জোকস শুনাচ্ছে । তাকে বোল্ড করবেন কিভাবে ?

উত্তরঃ জোকস বলা শেষ হলে গম্ভীরভাবে বলুন , " দোস্ত , এইবার আমারে কাতুকুতু দে , হাসুম ! "

Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

কৌতুকগুলা সংগ্রহ করা, আগে পড়ে থাকলে আন্তরিক ভাবে দুঃখিত । Tongue Tongue

বিষয়: বিবিধ

১৫৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File