বঙ্গবীর কাদের সিদ্দিকী

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৫ আগস্ট, ২০১৩, ০৩:৪২:৪৯ দুপুর



আজকের মানবজমিন (২৫-৮-১৩) পত্রিকায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের কিছু যুগান্তকারী উক্তিঃ

১। রাজনৈতিক ঝড়-তুফান এলে চুল-টুল তো দূরের কথা, কতজনের মাথা থাকে না।

২। কেন মাননীয় প্রধানমন্ত্রী? ’৯৯ সালের ১৫ই নভেম্বর সখিপুর-বাসাইল উপনির্বাচনে আপনার দল আপনার সরকার ভোট ডাকাতি করেনি?

৩। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, বিদ্যুতের কোন ঘাটতি নেই। তিনি শুধু মানুষকে মনে রাখবার জন্যে মাঝেসাজে লোডশেডিং করছেন। তার মানে দেশের সেবক হিসেবে মনিবের ওপর অত্যাচার।

৪। আর মহাজোট সরকার কি এমন উন্নয়ন করেছেন যে কারণে ভোটারদের মহাজোটের পায়ে চুমু খেয়ে ভোট দিতে হবে?

৫। অত উন্নয়ন করলে তো চোখেই পড়তো, অন্যের জায়গা দখল করে বিলবোর্ডের প্রচার প্রয়োজন হতো না।

৬। ’৭০-এ ইয়াহিয়া খান কামান বন্দুক দেখিয়েও ভোট নিতে পারেনি। আপনি ট্যাঙ্কে চেপেও পাবেন না।

৭। আবার বলছি, সরকার প্রধান, নির্বাচন কমিশন প্রধান হয়ে একা নির্বাচন করেও আপনি এবার পরাজিত হবেন।

৮। আপনি জালেমের মতো আলেমের বুকে গুলি চালিয়েছেন। এর ফল না পেয়ে কোন উপায় নেই।

৯। মহাজোট যখন ক্ষমতায় আসে তখন ইউরিয়া সারের দাম ছিল ৩০০ টাকা বস্তা, এখন মাত্র ১১০০ টাকা। ঘরে ঘরে চাকরি দেয়ার প্রতিশ্রুতি ছিল। নতুন ২-৩ লাখ চাকরিও হয়নি। মাঝখান থেকে ৮-৯ লাখ অবসরে গেছে। ঘুষ, দুর্নীতি, দখলবাজি আগের চেয়ে কমেনি বরং বেড়েছে। শেয়ার বাজারের ৩৩ লাখ ক্ষুদ্র ব্যবসায়ীর সর্বস্ব লুট করা হয়েছে। হল-মার্ক, ডেসটিনি, বিসমিল্লাহ, যুবক-এর নামে সর্বস্ব লুট। চার হাজার কোটি চুরিকে অর্থমন্ত্রী বলেছেন কিছুই না। আবার মাত্র ৬-৭ হাজার টাকার জন্য কৃষকের মাজায় দড়ি পড়ান, তারপরও গর্ব করেন এত উন্নয়ন করেছেন।১০ টাকা সের চাল দেবেন, ঘরে ঘরে চাকরি দেবেন, সেসব ওয়াদা ভঙ্গ করেছেন। ধানের দাম দুই হাজার টাকা মণ হয় হতো, কিন্তু ১০ টাকা সের চাল দিতেন- কারণ আপনি ওয়াদা করেছিলেন। মহাজোট ওয়াদা ভঙ্গ করেছে। বঙ্গবন্ধুর সরকারের সময় আমানুল্লাহ নামে একজনকে লবণের দায়িত্ব দেয়া হয়েছিল। আট আনার লবণ মাত্র ৯০ টাকা সের হয়েছিল। পিয়াজের কেজি ৮০ টাকা, তারপরেও ভোট প্রত্যাশা করেন?

১০। কি আজব কাণ্ড! আগামী নির্বাচনে কোন দল তাকে রেফারি হিসেবে চায় না, তবু লজ্জা-শরমের মাথা খেয়ে রেফারি হবেন। তার দল খেলায় অংশ নেবে, এমনকি তিনি নিজে খেলবেন তারপরও রেফারি হবেন। এ-ও কি হয়?

বিষয়: বিবিধ

১৪৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File