একদিনের ভালোবাসা ভালোবাসা নয়, সেতো "মাকাল" ফলের মতোই সুন্দর হয় ।
লিখেছেন লিখেছেন মরহুম সাদেক ০৫ ডিসেম্বর, ২০১৪, ১২:৪০:৪৬ রাত
কি অদ্ভুত ঝাতি রে ভাই আমরা ।
এমন হুজুগে ঝাতি এই ধরাধামে আর একটিও খুজিয়া পাইবেন বলিয়া মনে হয়না ।
একদিনের জন্য আমাদের ভালোবাসা উতলাইয়া উঠিয়া দ্বিতীয় দিনেই তাহা সুমেরু কুমেরু পার হইয়া নভোমন্ডলে বিলিন হইয়া যায় । তখন আর আমাদের কলিজায় বলাকা ব্লেড দিয়া খুচাখুচি করিলেও ভালোবাসার নাম নিশানা খুজিয়া পাওয়া যায়না ।
নিরিখ করিয়া দেখিবেন ঈদে মিলাদুন্নবী আসিলে নবী প্রেমে সবাই আকুলি বিকুলি দিয়া উঠি । কিন্তু সারা বছর দেখিবেন হাদিসের বই খানা হাতে লইয়া দেখার টাইম আমদের থাকেনা ।
বিশ্ব মা দিবসে দেখিবেন মায়ের নামে একেকজন প্রায় পাগল পারা, স্ট্যটাস দেখে মনে হয় তার জীবন্টাই মায়ের জন্য উতসর্গীত । কিন্তু বাস্তবে কি তাই ? সারা বছর বউ আর ইয়ের ভালোবাসা নিয়ে ব্যাস্ত থাকায় মায়ের পড়নের একখানা কাপড় দেয়ার টাইম আমরা পাইনা । কিছু কিছু কুলাঙ্গার আবার মাকে সজতনে রাখার জন্য বৃদ্ধাশ্রম ও খুলিয়াছে । হায়রে একদিনের প্রেম ।
পহেলা বৈশাখে আবার আমরা নতুন করে বাঙ্গালী সাঝি, হায়রে ঢঙ্গের বাহার । লিপিস্টিক মার্কা শাড়ি পড়িয়া হেলিয়া দুলিয়া ইয়ের হাত ধরিয়া কাউচা মরিচ দিয়ে পান্তা ভাত খাইয়া আমারা পাব্লিক টয়লেটের দিকে সিরিয়াল দেই । ঐদিন ই আমাদের বাঙ্গালী হওয়ার দিন । বাকি ৩৬৪ দিন আমাদের ইংলিশ মিডিয়ামে চলিলেও সমস্যা নেই ।
১৬ ই ডিসেম্বর আসিয়াছে ।
আহ ! দেশের জন্য আমাদের ভালোবাসাও অগ্নীয়গিরির মতো লাফাইয়া লাফাইয়া উঠিতেছে ।
দেশকে ভালোবাসতে কি ১৬ই ডিসেম্বর লাগে ? ভালোবাসা ত মন থেকে হয় । প্রোফাইল পিকচার চেইঞ্জ করলেই কি গ্যারান্টি দিতে পারবেন সে প্রকৃত দেশপ্রেমিক । সত্যি ইহা এক ধরনের লুলামী । আমি আমার দেশকে মন থেকে ভালোবাসি । ইহা কাউকে দেখানোর বস্তু নহে ।
একদিনের ভালোবাসা ভালোবাসা নয়, সেতো "মাকাল" ফলের মতোই সুন্দর হয় ।
বিষয়: বিবিধ
১৬৯৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন