আমাদের লাবিদ মাসলামাহ- ভার্সন ২।
লিখেছেন লিখেছেন সুমাইয়া হাবীবা ০৫ জানুয়ারি, ২০১৫, ০১:৩৮:৫৫ দুপুর
গতবছর এই দিনে কি এক অস্থিরতা চারদিকে!! তার মধ্যে আমাদের ভাগ্নেটা জেদ শুরু করলো, সে পৃথিবীতে এখনই আসতে চায়! অগত্যা কি আর করা! শুরু হলো দৌড়াদৌড়ি! অবশেষে এলেন তিনি। মহাবিরক্ত অবস্থায়! সে খবর ছবি দিয়েছিলাম ব্লগের সবাইকে।
http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/7109/sumaiya87/36476
আজ আর কিন্তু তিনি ছোট্টটি নেই! একদম ব্যাটাছেলে!
অামাদের জাম্বুরা রাজা!
প্রথম উপুড় হতে শেখা তো নয় যেন বিশ্বজয়!!!
জাহাজও চালাতে জানে!!
আর ল্যাপটপ তো কোন ব্যপারই না!!
যদিও খুবই নিরীহ গোবেচারা!!!
আলু পেয়াজের ব্যবসায়ী হতে চায় কি না কে জানে!! সারাক্ষণ সুযোগ খোজে আলু পেয়াজ ধরার!!
উৎসবে সেও আনন্দিত!!
তবে যাই বলেন,, সেইরাম হ্যানসাম!!!
সত্যিই!! দেখতে দেখতে সময় কিভাবে বয়ে যায়...!! সবাই দোয়া করবেন। নতুন বছরে যেন অনেক অনেক ভালো থাকে। আর আমরাও ওদের জন্য নতুন একটা সুস্থ সমাজ রেখে যেতে পারি।।
বিষয়: বিবিধ
১৪০২ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালই হল ব্লগার সুমাইয়া হাবীবা আপনি ব্লগে আছেন ।
স্লেভ ভাই তো আপনাকে এতদিন না দেখতে পেয়ে শাস্তি স্বরুপ সাপ গোপ এর থেরাপী শুরু করে দিয়েছে । যা হোক আপনি ফিরে আসায় বেচারার প্রানে পানি এসেছে ।
আর স্লেভ ভাইয়ের উদ্বিগ্ন হওয়াটাইতো স্বাভাবিক! আমরা যে (আমি এবং আমার হাজবেন্ড) উনার আত্মার আত্মীয়!
পা মচকাইয়া গেছে কার ? এংক্লেট দেখা যায় পায়ে !
জাম্বুরাতেও!
ইনশাআল্লাহ হবেই তা!!!
হ্যা, জানি। জেনে বুঝেই নাম রাখা হয় আমাদের ফ্যামিলীতে। বাট তবুও আপনি কার কথা বলছেন তা যদি বলতেন...হতে পারে নতুন কিছু জানবো।।
সকলে চেষ্টায় লেগে যায়। আরবরা জানত আসলে এটা কোন ধারায়,ভাষায়,মানে লেখা হয়েছে....চেষ্টার পর আরবের সর্বশ্রেষ্ঠ কবি লবিদ এই সূরার নীচে আরেক লাইন লিখে- লাইসা ক্কালামিল হাজামিন বাশার(এটাই কোনো মানুষের তৈরী নয়)
মন্তব্য করতে লগইন করুন