রুদ্ধ বিলাস
লিখেছেন লিখেছেন সুমাইয়া হাবীবা ১৪ এপ্রিল, ২০১৪, ১০:৩২:০০ সকাল
তপ্ত দগ্ধ শুষ্ক পুরোনো জড়া জঞ্জাল যত,
আজি এ প্রভাতে প্রাণের সকাসে হয়ে যাক সব গত।
যা কিছু মলিন হয়ে প্রাণহীন ছিল এ হৃদয়পটে,
দুর করি আজ সাজি নব সাজ মাতি রাঙ্গা উল্লাসে।
জড়া উড়ায়ে ব্যাথা সরায়ে ডাকিছে নূতন লগ্ন,
রুদ্ধ বিলাস কাঁপা অভিলাষ উন্মুখ মোর স্বপ্ন।
যতনে প্রয়াসে যা কিছু হেরিছে
প্রগলভ চাপা পরশে..
মিলিছে দ্বিধা বুজিছে আশা
মৌন বিধুরো অরশে…।
ভুলি ক্ষত হায়! দুরি সংশয়, যাচি মম মধুরতা
নূতন বর্ষে মিলনের টানে, অন্তপুরানে হেঁকে যাওয়া বানে-
জাগে নব কথকতা।।
বিষয়: সাহিত্য
১৭৪৮ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নতুন বছরের শুভেচ্ছাসহ...
ধ্যাত কিছু ভালোলাগছেনা আমার
অন্য কারো ব্লগেতো এভাবে মনের ঝাল ঝাড়তে পারবোনা, তাই বোন এর ব্লগে এসে বলেদিলুম।
সরি আপু
এটাতে চড়েছেন কোনোদিন?
শুভ নববর্ষ...
আর হ্যা, এ কবিতাটা সমসাময়িক নয়। প্রাচীনতাটা আমার পছন্দ। ফ্যান্টাসীও বলতে পারেন। আমার আরো লেখা আছে। পড়ে দেখতে পারেন। পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকবো। এটা রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে লিখেছিলাম। রবীন্দ্রনাথ মানুষ হিসেবে কেমন সে বিতর্কে না যাই, রবীন্দ্র সাহিত্যের প্রতি আমার একটা দুর্বলতা আছেই। সেটা থেকেই কিছুটা নিবেদনের চেষ্টা মাত্র..
শীবলিঙ্গ তব গাছে গাছে
জন্ম যুগান্তরে প্রেরনা দাত্রী
শুভ রাত্রি পরিত্রানে
তংসে হিতংসে বিতংসে
আগরবাতি নিভৃতে নিরবে
ক্রন্দনরত মনোমাঝে
শিওরনে শরতে বসন্তে
৩২ দন্ত বিকশিতে
অশিতিপর দাতা হাতেম তাঈ
কলকাতার মিরাবাঈ
জেমস বাচ্চু কোমর দোলায়
কলসি কাখে রাখাল ছেলে বাজায় বাশি
ভালবাসি ভালবাসি
তবে ধর মোর হাত
ধরিব কেমনে হাতে পিস্তল
গ্যাদার বাপ মুড়ি মুড়কি বেচে
লাফিয়ে চলে নদী মাছে
আজই তো বৈশাখ তব
নাচিছে জোসনায়
আমার আঙিনায়
তপ্ত ক্লান্ত দিঘির জলে
তিস্তার বুকে দূর্বা ঘাস
এবার থামলাম
কবিতাই সুখ, কবিতাই দুঃখ আর বাকি সব ফাঁকা।
মন্তব্য করতে লগইন করুন