একেশ্বরী
লিখেছেন লিখেছেন সুমাইয়া হাবীবা ১৬ জানুয়ারি, ২০১৪, ০৫:২৩:৩৪ বিকাল
দশক তুমি, শতক তুমি, তুমি হাজার লক্ষ….
কোটির ভীড়ে ছন্দসুরে তুমিই আমার যক্ষ।
স্বপ্নস্রোতে ভাসাও তুমি, দোলাও সমীরণ,,
খানিকবাদেই শুষ্ক তুমি! চৈত্রে ফাটে মন।
বাজাও বাঁশী, মাতাল আমি, কৃষ্ণ কালাচাদঁ…
ভৈরবী সুর তুলতে গেলেই ভাঙ্গো স্বপ্নসাধ।
শ্রাবণঢলে মনটা ভেজাও, রংধনুতে সাজাও,,
একটুপরেই গ্রীষ্ম তোমার, ঝেপে আধাঁর নামাও।
প্রণয়ঘুড়ি করলে চুরি, ওড়াও দিনমান,,
তফাতপরেই রঙ্গ ভুলে নাটাই মারো টান।
তবু সখা যোগী তুমি,আমি সহচরী,,
তোমার জলেই মরণ আমার..আমি একেশ্বরী।।
বিষয়: বিবিধ
১১৭৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন