একেশ্বরী

লিখেছেন লিখেছেন সুমাইয়া হাবীবা ১৬ জানুয়ারি, ২০১৪, ০৫:২৩:৩৪ বিকাল



দশক তুমি, শতক তুমি, তুমি হাজার লক্ষ….

কোটির ভীড়ে ছন্দসুরে তুমিই আমার যক্ষ।

স্বপ্নস্রোতে ভাসাও তুমি, দোলাও সমীরণ,,

খানিকবাদেই শুষ্ক তুমি! চৈত্রে ফাটে মন।

বাজাও বাঁশী, মাতাল আমি, কৃষ্ণ কালাচাদঁ…

ভৈরবী সুর তুলতে গেলেই ভাঙ্গো স্বপ্নসাধ।

শ্রাবণঢলে মনটা ভেজাও, রংধনুতে সাজাও,,

একটুপরেই গ্রীষ্ম তোমার, ঝেপে আধাঁর নামাও।

প্রণয়ঘুড়ি করলে চুরি, ওড়াও দিনমান,,

তফাতপরেই রঙ্গ ভুলে নাটাই মারো টান।

তবু সখা যোগী তুমি,আমি সহচরী,,

তোমার জলেই মরণ আমার..আমি একেশ্বরী।।

বিষয়: বিবিধ

১১৭৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163217
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
সিটিজি৪বিডি লিখেছেন : সুন্দর হইছে.......আমি কবিতা লিখতেই পারি না...
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
117525
সুমাইয়া হাবীবা লিখেছেন : আমিওতো পারিনা!হাবিজাবি আরকি!
163229
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
শর্থহীন লিখেছেন : আপনার প্রতভার তারিফ থাকল - সাথে ধন্যবাদ জানাচ্ছি --
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
117523
সুমাইয়া হাবীবা লিখেছেন : ধুর!Happy
163365
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৫
শিকারিমন লিখেছেন : সুন্দর সুন্দর !!
১৭ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩৫
117739
সুমাইয়া হাবীবা লিখেছেন : Happy
232245
০৮ জুন ২০১৪ দুপুর ১২:৪৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কবিতার তুমি খুঁজতে গেলে রহস্য বেড়ে যায় তাই সে দিকে যাচ্ছি না। দারুন কবিতা। মামির কবিতায় ভাগিনা মুগ্ধ!
১৭ জুন ২০১৪ দুপুর ০২:১৩
182249
সুমাইয়া হাবীবা লিখেছেন : ভাগ্নের মন্তব্যে মামীও মুগ্ধ!
১৭ জুন ২০১৪ দুপুর ০২:১৫
182250
সুমাইয়া হাবীবা লিখেছেন : বিবাহিত মানুষের কোন রহস্য থাকেনা... Straight Face Straight Face
১৮ জুন ২০১৪ রাত ০৮:২৬
182835
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কি জানি থাকে কি থাকে না! বিয়ে করলে হয়তো বুঝতাম! তবে আমার প্রায় ধারণা বিবাহিতদের রহস্যটা অনেক বিস্তৃত এবং গভীর হয়...আসলে কি তাই?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File