“ইসলামী শিক্ষাব্যবস্থাঃআমাদের আকাঙ্ক্ষিত গন্তব্য”
লিখেছেন লিখেছেন বিশ্বাসী হৃদয় ২১ আগস্ট, ২০১৩, ০৯:২৮:০৩ রাত
শিক্ষা-খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।এই শিক্ষা আসলে কি,এটি কি করে,এর দাবি কি এগুলো আজ analysis এর বিষয়।
According to Wikipidia,” Education in its general sense is a form of learning in which the knowledge, skills, and habits of a group of people are transferred from one generation to the next through teaching, training, or research ”
মহাকবি আল্লামা ইকবালের মতে, ‘মানুষের খুদী বা রূহকে উন্নত করার প্রচেষ্টার নামই শিক্ষা।’
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতে, ‘মানুষের অন্তর্নিহিত গুণাবলীর উন্নতি ও বিকাশ সাধনই শিক্ষা।’
সক্রেটিস কিংবা তার শিষ্য প্লেটোর মতে, ‘নিজেকে জানার নামই শিক্ষা।’
মিসরীয় দার্শনিক প্রফেসর মুহাম্মদ কুতুবের মতে, ‘শিক্ষা হলো বস্তুজীবন, পার্থিব জীবন ও আত্মিক জীবনের সমন্বয় স্থাপনকারী একটি মাধ্যম।’
মহাকবি John Milton-এর মতে, Education is the harmonious development of body, mind and soul.অর্থাৎ ‘দেহ, মন ও আত্মার সমন্বিত ভারসাম্যপূর্ণ উন্নতির নামই শিক্ষা।’ এ তিনের উৎকর্ষ সাধনের জন্য যে শিক্ষা সে শিক্ষাই প্রকৃত শিক্ষা।
কিন্ডারগার্টেন পদ্ধতির উদ্ভাবক ফ্রোবেলের মতে, ‘শিক্ষার উদ্দেশ্য হবে সুন্দর বিশ্বাসযোগ্য পবিত্র জীবনের উপলব্ধি।
English Dictionary-তে Educate মানেto bring up and instruct, to teach to train অর্থাৎ প্রতিপালন করা ও শিক্ষিত করিয়ে তোলা, শিক্ষা দেয়া, অভ্যাস করানো।
শরীর, মন ও আত্মার সমন্বিত অগ্রগতি কোনো আদর্শ ছাড়া যে হতে পারে না, তা একান্তভাবে সুসম্পর্ক।
ইসলামের দৃষ্টিতে চিরন্তন ও শাশ্বত নৈতিক মূল্যমানের ভিত্তিতে সত্য-মিথ্যা, ভালো-মন্দ নির্ধারণের ক্ষমতা অর্জন, পরিবেশ মুকাবিলার জন্য বৈজ্ঞানিক কলাকৌশল ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সমন্বিত ব্যবস্থাপনার নামই শিক্ষা।
অন্যদিকে সেকুলার শিক্ষাব্যবস্থা এমন শিক্ষাব্যবস্থা, যা ধর্মের বিষয়াবলীর সাথে সংশ্লিষ্ট নয় বা যে শিক্ষাব্যবস্থাকে ধর্মের বিধান দ্বারা নিয়ন্ত্রিত করা যায় না।কিন্তু ইসলাম বা আদর্শ ছাড়া কোন শিক্ষা ব্যবস্থা ফলপ্রসূ হতে পারেনা।তাই ইসলামী শিক্ষাব্যাবস্থার আন্দোলনের পথিকৃৎ শহীদ আব্দুল মালেক ভাই এ বিষয়ে সোচ্চার হয়েছিলেন।যার বদৌলতে তাকে ১৯৬৯ সালের ১৫ই আগষ্ট শাহাদাত বরণ করতে হয়।
তিনি বলেন শিক্ষাব্যবস্থার মূল ভিত্তি হবে আদর্শিক এবং সে আদর্শটা হবে অবশ্যই ইসলাম।
শিক্ষানীতির ওপর শহীদ আবদুল মালেক ভাইয়ের একটি ভাষণের একাংশ (নূর খান কর্তৃক প্রস্তাবিত শিক্ষানীতির ওপর আলোচনা সভায় প্রদত্ত শহীদ আবদুল মালেকের টেপরেকর্টকৃত বক্তৃাতার অনুলিপি। শাহাদাতের মাত্র তেরদিন আগে ১৯৬৯ সালের ২ আগস্ট তিনি এই ভাষণটি দেন)
তিনি স্পষ্ট করে সেদিন বলেছিলেন, ‘Pakistan must aim at ideological unity, not at ideological vacuum- it must impart a unique and integrated system of education which can impart a common set of cultural values based on the precepts of Islam.’
তিনি বক্তব্যে Common set of cultural values-এর ধারণা উত্থাপন করে এর সুন্দর ব্যাখ্যা ও যুক্তি দাঁড় করিয়েছিলেন। তিনি বলেন, এর মানে One set of cultural values নয়, One set of cultural values সোভিয়েট রাশিয়াতে রয়েছে, যেখানে রয়েছে একটি Authoritian society আর সেখানে বিভিন্ন অংগরাষ্ট্রগুলো তাদের Culture-কে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে সেখানে একটা One set of cultural values তৈরি করেছে। আমরা এটার বিরোধী। আমরা এখানে চাই Common set of cultural values not one set of cultural values.
তাই সত্যিকার অর্থে শিক্ষিত হতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের Root এ ফিরে যেতে হবে। নতুবা আদর্শহীন সেক্যুলার শিক্ষার মাধ্যমে কোন পরিবর্তন আনা সম্ভব না।আর সম্ভব না প্রকৃত মানুষ তৈরী করা।
আজ ধর্মহীন সেক্যুলার শিক্ষার মাধ্যমে আমরা অংক, ইংলিশ আর বিজ্ঞান জানা একেকটি বোঝাতে পরিনত হচ্ছি যারা আমার জাতির ভাগ্য পরিবর্তনে কোন ভুমিকা রাখতেতো পারছিনা বরং জাতির কপালে আরোও কলংক লেপন করছি।এ শিক্ষা ব্যবস্থা আমাদেরকে চোর,ডাকাত,দূর্নীতিবাজ,খুনি আর নীতিনৈতিকতাবোধহীন জাতি উপহার দিচ্ছে।যারা এদেশের ভবিষ্যত কান্ডারী তারা আজ আদর্শহীন জীবন যাপন করছে আর ছুটে চলছে মরিচিকার পেছনে।
তাই ভবিষ্যত প্রজন্মকে একটি সোনালী স্বদেশ উপহার দেয়ার জন্যে,তাদের জীবনকে ইসলামী আদর্শের ধাঁচে গড়ে তোলার উপযোগী ব্যবস্থা তৈরী করে দেয়ার দায়িত্ব আমাদের।তাই আমাদেরকে শহীদ মালেকের স্বপ্নের শিক্ষাব্যবস্থা তথা ইসলামী শিক্ষাব্যবস্থা তৈরীর রেখে যাওয়া কাজকে সম্পূর্ণ করে তাঁদের স্বপ্নের বাস্তবায়ন করে তাদের যোগ্য উত্তরসূরী হতে হবে। তবেই আমরা একটি আধুনিক কল্যাণমুখী রাষ্ট্রের স্বপ্ন দেখতে পারি।তাই আসুন ইসলামী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের আন্দোলনে জোয়ার আনি আর যার যার অবস্থান থেকে সবোর্চ্চ প্রচেষ্টা চালাই।তবেই একদিন হাজারো মালেকের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ...।
বিষয়: বিবিধ
১০৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন