NEW YEAR 2014

লিখেছেন লিখেছেন আপোষহীন জনতা ৩১ ডিসেম্বর, ২০১৩, ১১:২৬:৩৬ রাত

২০১৩ এর প্রাপ্তি ও ০১৪ এর প্রত্যাশাঃ

=============

বিদায় হতে চলেছে ২০১৩।এই বছরটিতে দেশবাসির প্রত্যাশা ছিল অনেক।কিন্তু সব প্রত্যাশা প্রাপ্তির রুপ নেইনা।এটাই চিরন্তণ ধ্রুব সত্য যে পাওয়ার হিসেব করলে না পাওয়ার বেদনা লাগব হয়।জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রেরণা আসে,সে হিসেবে বলা যেতে পারে ২০১৩ তে আমরা অনেক পেয়েছি যার কানা কড়িও হয়তো দিতে পারেনি পাকিস্তানি শোসক গোস্টি।

* ২০১৩ পেয়েছে শাহবাগের মোড়ে যৌন জাগরনের মেলা।যেখানে দিনে হত যুদ্ধাপরাধ বিরুধী গর্জন আর রাতে হত সেচ্চায় ধর্ষন।আর তার আন্তরালে ছিল ইসলাম,মহানবি সাঃ কে নিয়ে কুটুক্তি এবং ইসলামী রাজনীতি নিষিদ্ধের দুঃসাহসিক অনলাইন খ্রুসেড।

* ৫ ই মে আধার রাতে মসজিদের শহর ঢাকা আলেম ওলামা ও এতিমদের রক্তে হয়েছিল পিচ্চিল।

* আওয়ামী ক্যাডারদের দেয়া আগুনে জ্বলেছিল পবিত্র কুরআন।

* তৌহীদি জনতার গণ জোয়া থামাতে ব্যাবহার হয়েছিল স্বাধিন দেশের পুলিশের বন্দুক থেকে দশ লক্ষ বুলেট।

* পেয়েছি আধঘন্টায় অর্ধশতাধিক লাশ।

* ২০১৩ এর আরও প্রাপ্তি,এশিয়া মহাদেশের খ্যাতিমান শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু নগরীর কারাবাস।

* আলেম ওলামাদের উপর নির‍্যাতন আর মিথ্যা মামলা।

* রানা প্লাজা ধ্বসে ১৫০০ কর্মীর লাশ,তার সাথে উপহাস করে পিলার নাডার মখা থিওরি ও রেশমি নাঠক।

* ধরা পড়ল কালো বিড়ালখ্যাত অতি বাচাল নীচুজাত(হিন্দু)।

* থেমে গেল স্বপ্নের পদ্মা সেতু আর আবুল হল দেশপ্রেমিক।

* জাতির মুখপাত্র সাংবাদিকদের কেন্দ্রস্থল প্রেসক্লাব হল আওয়ামী হামলার আগ্রাসন আর আশ্রাফের ভাষায় প্রেসক্লাবে সবাই জংগী।

* সুপ্র্মকোর্টের হল কবর রচনা (ব্যারিস্টার রফিকুলের ভাষায়),আওয়ামী সন্ত্রাসী কর্তৃক আক্রান্ত দেশের সর্বোচ্চ বিচার কেন্দ্র সুপ্রিমকোর্ট।

* নারীবাদি থুক্কু নারীভোগী লীগের সোনার ছেলের পিটুনিতে আহত হলেন একজন নারী আইনজীবি।

* বিশ্বের দরবারে সৈরা শাসনের মডেল হল বাংলাদেশ।

* অবৈধ শিশুর মত নির্বাচন ছাড়াই হয়ে গেল ১৫৪ জন অবৈধ এমপি।আর ৫ জানুয়ারির সিলেক্শনের তফসিল হল ঘোষিত।

এছাড়াও প্রাপ্তিতো অনেক যার ফিরিস্তি শেষ হবার নয়।

কিন্তু ২০১৪ সালে নিযাতিত,নিপিড়িত মজলুম মানুষের একটিই কেবল প্রত্যাশা তা হল ভারতের সেবাদাস,সৈরাশাসক একবিংশের মহিলা হিটলার শেখ হাসিনার পতনের পাশাপাশি সকল ব্যার্থ মানবরচিত মতবাদের কবর রচনা করে ইসলামি হুকুমত প্রতিষ্টা।

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

157852
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১৩
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
157882
০১ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:৩৯
আপোষহীন জনতা লিখেছেন : thanks

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File