শত্রু খোদার হঠাতে চল
লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ১৯ এপ্রিল, ২০১৪, ০৬:০৮:৫৬ সন্ধ্যা
চল মুসলমান চল
ইরাক আফগান চল,
লাল পতাকা উড়িয়ে
শত্রু খোদার হটাতে চল।
জলে পুড়ে ছাড়কার হচ্ছে আফগান
লান্ছিত হচ্ছে মুসলিম আরাকান,
চুষে খাচ্ছে ইরাক মার্কিনীরা
আজও কেন ঘুমিয়ে দাও একটু সাড়া।
নিজের স্বার্থে জাতিকে কখন
করনা রসারতল,
একটু পরেই মুচতে হবে
নিজের চোখের জল।
ইতিহাস খুলে দেখনা
গাদ্দার মির্জাফরের খেলা,
ধংস হয়ে গিয়েছিল
শেষ হতেই ইংরেজদের বেলা।
তাই বলি মুসলিম বীরের দল
নি;স্বার্থে আফগান ইরাক চল।
বিষয়: বিবিধ
৯৭১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন