ওরা দিয়েছে হানা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৯ এপ্রিল, ২০১৪, ০৬:৩৮:২৯ সন্ধ্যা
তোমারা দেখোনা কি থাকিয়ে ?
পৃথিবীর প্রান্তে প্রান্তে ,
দিয়েছে ওরা হানা ।
নমরুদের উত্তরসুরীরা ।
মুছে দিতে চায় ওরা ইসলামের নিশানা।
জানে না ওরা তা পারবেনা ।
তোমরা কি শুনো না ?
ইসলামের কাজে ওরা করে মানা ,
জানে না ওরা নেই তাদের ঠিকানা।
আমাদের আছেন রহমত বর্ষণ ওয়ালা আল্লাহ ।
রাসুল কে করে ওরা অবহেলা ।
কিন্তু ওরা জানে না ,
রাসুল ছাড়া দুনিয়া সৃষ্টি হতো না।
তোমরা কি বুঝো না ?
পৃথিবী ধ্বংশ ওদের কামনা ,
আমরা এটা হতে দেবো না ।
ওদের আছে গোলা বারুদ বুলেট বোমা ।
আমাদের আছে ঈমানের ঐক্যতা ।
বিষয়: বিবিধ
১২০৯ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন