নব যুগ
লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ১৫ আগস্ট, ২০১৩, ১১:০৮:০২ রাত
যাত্রা এখন কর শুরু
হে নওজোয়ান,
নবযুগ তোমায় ডাকছে আজ
বসে থাকনা আর করে অভিমান।
উত্থানে তোমার দূর হবে কুহেলি
রুদ্ধ হবে বাতিলের দ্বার,
কাননের কলিকা ফোটবে
থাকবেনা কোন হাহাকার।
দহলিজে বসে হে নওজোয়ান
কি পাবে কল্পলতা পড়ে?
তার চেয়ে এসো ভাই,সত্যের দিঠি খোঁজি
পাবো শান্তি যদি ও যাই মরে।
হে নওজোয়ান তুমি সদি হও মাতৃমন্ত্রী
হও যদি জাতির কান্ডারী!
দুরন্ত সংঘাত সে জাতি কে
সাহস পাবেনা করতে হুশিয়ারী।
অমায় ঘেরা এই বসুন্ধরায়
শুধু মুসলিমই হচ্ছে মজলুমান!
কবিলাসের সুখ আসবে ধরায়
যাত্রা করো শুরু নওজোয়ান।
বিষয়: বিবিধ
৯৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন