আমাগোরে দেহার কেহ নাই !! (মিজানুর রহমান )। মেঘনার ভাঙ্গন কবলিত রামগতি -কমলনগর নিয়ে ছবি ব্লগ।

লিখেছেন লিখেছেন কিং মেকার ০৭ নভেম্বর, ২০১৩, ০২:৪২:৩৬ রাত

" নদীর এই কুল ভাংগে ঐ কুল গড়ে

এইতো নদীর খেলা "

তেমনি এক শিকারী নদী যার নাম " মেঘনা "।

লক্ষ্মীপুর জেলার রামগতি-কমলনগর উপজেলার চারদক গিরেই মেঘনার প্রবাহ ।যা কিনা প্রায় ৫ বছর যাবত মানুষদেরকে নিঃস্ব করে ক্ষুদার জ্বালা মিটাচ্ছে।এতে ক্ষতিগ্রস্থ হয়েছে এই নদী পারের মানুষগুলো । বীলীন হয়ে যায় তাদের আবাসস্থল ।

হাজারো মানুষের সেই এক ই আর্তনাদ

" আল্লাহ আমাগোরে রক্ষা করো "

এখন উক্ত এলাকার আনাচে কানাছে ভরে গেছে সেই আর্তনাদি পরিবার বর্গ ।

খোলা আকাশের নিছে মানবতর জীবন-যাপন করছে হাজারো মানুষ।

তাদের সাথে কথা বলার সময় এক জনের উক্তি

" আহ ! আমাগোরে তো কেহ দেহেনা,আন্নেরা তো আইছেন। আন্নেগোরে অন কোনাই ব ই তাম দিমু.....।

সবশেষে বলা যায়,

সর্বস্ব হারালেও তারা এখন ও তাদের সেই বড় মনটি হারায় নি ।আর এই হল আমাদের লক্ষ্মীপুরের মানুষ ।প্রতিনিয়ত তারা নদীর সাথে যুদ্ব করেই চলছে।জয় আর পরাজয়ের ফায়সালার মালক আল্লাহর নিকট এই অঞ্চলের মানুষগুলোকে সোপদ করে দিলাম।আর আপনাদের সবার নিকট দোয়া কামনা করছি।



এভাবেই নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে রামগতি কমলনগর এর হাজার হাজার আবাদি জমি।

বাকহীন চেয়ে থাকা ?

প্রাকৃতিক সৌন্দযের লীলাভূমি রামগতি-কমলনগর।

নদী ফাটল সাথে মানুষের ভগ্যেও ফাটল।

কে দিবে সান্তনা আর কে দিবে ভরসা।!

নোংরা রাজনীতির বলি এই মানুষটিকে কে দিবে সান্তনা আর কে দিবে ভরসা।!

রাক্ষুসে মেঘনার গভে রামগতি-কমলনগরের ঐতিএ্যবাহী সুপারী বাগান।



এই অবুজ মনকে কে দেখাবে যুদ্ব করে বেঁচে থাকার সপ্ন।



ভাঙ্গন রোধ করতে না পারলে অচিরেই নদী গভে বিলীন হয়ে যাবে ঐতিহ্যবাহী রামগতি-কমলনগর।



রাক্ষুসে মেঘনার কাছে পরাজিত একটি নিঃস্ব পরিবার।



উনি আমাদের ইউপি চেয়ারম্যান আশরাফ ভাই।





যেখান থেকে এতদিন মানুষদেরকে সেবা দেয়া হতো সেই প্রতিষ্ঠানের সেবা করবে কে এখন ।

https://www.facebook.com/profile.php?id=100000138098402

https://www.facebook.com/rahman.mizu?ref=tn_tnmn

বিষয়: বিবিধ

৪১৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File