মুক্তির এ মিছিল থামবেনা । মিজানুর রহমান (মিজু)।
লিখেছেন লিখেছেন কিং মেকার ২৯ অক্টোবর, ২০১৩, ০২:৩১:০৩ রাত
আদর্শহীন একটি সমাজ, রাষ্ট্র ,রাজনৈতিক দল আর তার কর্মকান্ড তো সবই একটি মোহাচ্ছন্ন বলয়ে বন্দী ।যার ধ্বংশ আর পরিসমাপ্তি কিংবা সফলতা সবই অলীক, তা ব্যার্থ হতে বাধ্য। ... শুধু ক্ষমতায় আসার অর্থ যদি এই হয় বিশ্ববিদ্যালয়ের হলে হলে পেশী শক্তির অসূস্থ প্রতিযোগীতা, আর টেন্ডারবাজীর নির্লজ্জ হালুয়া রুটির জঘন্য কামড় দেওয়াকে কেন্দ্র করে খুন যখম রক্তারক্তি আর রাতারাতি দামি গাড়ি ফ্লাট,প্লট আর ব্যাংক ব্যালান্সের মত আলাউদ্দিনের চেরাগ প্রাপ্তি। সেই দেশে সমাজে রাস্ট্রে এবং দলে ধ্বংশ আর নিশ্চিহ্ন হওয়াটাই যেনো খুব স্বাভাবিক !... এ সবের বিপরীতে আল্লাহর আইন আর রাসূলের আদর্শে দেশ, জাতী, রাষ্ট্র এমনকি নিজেদের জীবন গড়ে ,সে আলোকে দল আর সমাজ গঠনের এক আশ্চর্য্য অনন্য নিরন্তর প্রয়াস সফল হতে বাধ্য ... "। এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তাদের যারা " ... চরম নিষ্ঠুর এক পিশাচ সরকারের অমানবিক দেশদ্রোহী কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিদিন খুনী হাসিনার নরখাদক র্যাব ,পুলিশ,আর বিজিবি'র নাঙ্গা রাইফেলের সামনে বুক চিতিয়ে বীরের মতো জীবন দেয় যে বীর সন্তান। সেতো জাতির গর্ব তারা তো ছাত্র সমাজের গর্বিত ইতিহাস.।... তারা তো গনতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য ধর্মের জন্য জান প্রান উজার করে দেওয়া এক একটা বীর সন্তান। তারা তো বাংলার বাকশালী পিশাচ হায়েনা হটাও আন্দোলনে জান উজার করে দেওয়া এই যুগের মহান এক একজন বীর মুক্তিযোদ্ধা ইসলামী ছাত্র শিবির..।.. শত কোটি ছাত্র সমাজের বিনম্র শ্রদ্ধা সেই সব নাম না জানা মহান বীরদের প্রতি যাদের রক্তের স্রোতে একদিন ভেসে যাবে সব বাকশালী অন্যায় ..।. আজ তাদের জন্য মাথা নত করে সেলূট জানাই ,..আর মহান প্রভুর দরবারে ফরিয়াদ তিঁনি যেন বাংলাদেশের মজলুম ইসলামের জন্য নিবেদিত প্রাণ সৈনিকদের কে কবুল করেন।আর ফেরাউনের উওরসূরী মহজোটের মহাপাপী শেখ হাসীনার কলংকজনক পতনের মাধ্যমে বাংলাদেশকে কলংকমুক্ত করে ইসলামকে প্রতিষ্ঠিত করে শহীদানদের আর মজলুমের রক্তের বদলা নেয়ার ব্যবস্হা করে দিবেন।এই কামনা কোটি কোটি ইসলামপ্রিয় তৌহিদি জনতার।
বিষয়: বিবিধ
৯৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন