ইসলামী আদশের পতন করতে আসলে নিজেরই পতন হয়।

লিখেছেন লিখেছেন কিং মেকার ১৩ অক্টোবর, ২০১৩, ০১:২৭:৫৪ রাত





2006 সালের অক্টোবরের 28 তারিখ আমার জীবনের জন্য একটি মাইল ফলক হিসাবে কাজ করে.যা আমার বাকী জীবনকে আরো বেশী গতিময় করে তুলল.আওয়ামী সন্রাসীরা সেদিন চেয়েছিল একটি আদশের পতন ঘটাতে !কিন্তু তারা মূলত আদশের গতিকে আরো বেশী গতিময় করে দিল.আর বিনিময়ে তারা পেল হাজারো পিতা-মাতার অভিশাপ আর অভিশম্পাত !যা আওয়ামী সন্রাসীদের কে প্রবল জোয়ারের ধাক্কায় নিয়ে যাবে ইতিহাসের আস্তাকুড়ে.যা দেখার জন্য আমার মত লক্ষলক্ষ আদশবাদী লোকেরা অপেক্ষার প্রহর গুনছে.কুরআনের চিরন্তন সেই শাশ্বত বাণীর কথা মনে পড়ে গেল -তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভীয়ে দিতে ,আর আল্লাহ চান তাঁর নূরকে মানুষের সামনে প্রজ্বলিত করতে.আমার ক্ষুদ্র চিন্তায় মনে করি ইসলামি আন্দোলনের জন্য একটি 28শে অকটোবরের খুবই প্রয়োজন ছিল.কারন ক্ষমতার কাছাকাছি অবস্হান করার কারণে আমাদের মধ্যে অহমিকবোধ চলে আসল !যা আমাদের পতনের জন্য যথেষ্ট ছিল.আল্লহ তা থেকে ইসলামী আন্দোলনকে হেফাজত করেছেন.দ্বিতিয় আরেকটি 28শে অক্টোবর আমরা আর চাইনা.আল্লাহ ইসলামী আন্দোলন এবং এই আন্দোলনের ভাইদেরকে কুদরত দ্বারা হেফাজত করুন .আর আওয়ামীলীগ নামক হায়েনাদেরকে হেদায়াত দান করুক,আর হেদায়াত যদি না থাকে তাহলে এই হায়েনাদের ধ্বংস যেন আমাকে সহ সবাইকে দেখে মৃত্যুবরন করার তাওফিক দান করেন.আমীন.

বিষয়: বিবিধ

১৯৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File