কুরবানী দাও - কুরবানী মনের পশুর কুরবানী।
লিখেছেন লিখেছেন কিং মেকার ১২ অক্টোবর, ২০১৩, ১২:২৫:৩৬ রাত
প্রতি বছর আমাদের মুসলমানদের জন্য দুটি ঈদ আসে।রমজানের ঈদ আর কুরবানির ঈদ।এই দুটি ঈদ আমাদের জীবনে কতবার এসেছে তার কোন হিসাব নেই ।!কিন্তু এই ঈদগুলি আমাদের জীবনে কোন পরিবতন আনতে পারে নাই।অথচ ঈদ আমাদের মাঝে মহৎ উদ্দেশ্য নিয়েই আসে।সেই উদ্দেশ্যর সাথে যদি আমরা একত্ততা পোষন করতে পারতাম ,তাহলে আমাদের মাঝে এত মতবাদ আর এত গ্রুপ তৈরী হতোনা !কুরবানীর ঈদ আমাদেরকে যে শিক্ষা দেয় তা হলো মনের পশু জবাই করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অজন করা।কিন্তু আমরা কোরবানী দিচ্ছি মানুষকে দেখানোর জন্য,এবং অন্যর নিকট অবস্হান জানান দেওয়ার জন্য।!তাই আসুন মানুষকে দেখানোর জন্য নয় ,আল্লাহকে দেখানোর জন্য মনের পশুর কোরবানী দেয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অজন করার জন্য পতিযোগিতা করি।আল্লাহ সবাইকে কবুল করুন।আমীন।প্রতি বছর আমাদের মুসলমানদের জন্য দুটি ঈদ আসে।রমজানের ঈদ আর কুরবানির ঈদ।এই দুটি ঈদ আমাদের জীবনে কতবার এসেছে তার কোন হিসাব নেই ।!কিন্তু এই ঈদগুলি আমাদের জীবনে কোন পরিবতন আনতে পারে নাই।অথচ ঈদ আমাদের মাঝে মহৎ উদ্দেশ্য নিয়েই আসে।সেই উদ্দেশ্যর সাথে যদি আমরা একত্ততা পোষন করতে পারতাম ,তাহলে আমাদের মাঝে এত মতবাদ আর এত গ্রুপ তৈরী হতোনা !কুরবানীর ঈদ আমাদেরকে যে শিক্ষা দেয় তা হলো মনের পশু জবাই করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অজন করা।কিন্তু আমরা কোরবানী দিচ্ছি মানুষকে দেখানোর জন্য,এবং অন্যর নিকট অবস্হান জানান দেওয়ার জন্য।!তাই আসুন মানুষকে দেখানোর জন্য নয় ,আল্লাহকে দেখানোর জন্য মনের পশুর কোরবানী দেয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অজন করার জন্য পতিযোগিতা করি।আল্লাহ সবাইকে কবুল করুন।আমীন।
বিষয়: বিবিধ
১৪৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন