যে কথাগুলো আমার রক্তে জাগায় শিহরণ আর বলে যায় দ্বীনের পথে অবিচল থাকতে----- আপনার মনেও জাগাবে আমার বিশ্বাস।

লিখেছেন লিখেছেন কিং মেকার ২২ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৪৮:১৯ রাত



১. ফাঁসির কাষ্ঠে যিনি বলেছিলেন--

"মৃত্যুর ফায়সালা হয় আসমানে, জমিনে নয়।"---------------------

২. দ্বীন প্রতিষ্ঠার আন্দলনের সংগঠন তৈরীর পর বলেছিলেন----

"আমার জন্য তো এ আন্দোলন আমার জীবনের উদ্দেশ্য। আমার জীবন মরণ তারই জন্য। কেউ সম্মুখে অগ্রসর না হলেও আমি হবো। কেউ সহযোগিতা না করলে আমি একাকীই এ পথে চলবো। গোটা দুনিয়া ঐক্যবদ্ধ হয়ে বিরোধিতা করলে আমি একা তার বিরুদ্ধে লড়তে ভয় করবো না।"

৩. সম্মেলনে দুষ্কৃতিকারীরা গুলি চালালে যিনি বক্তৃতার মঞ্চ থেকে একটুও সরেন নি, বসে পড়েন নি বরং জনগণের উদ্বেগের জবাবে বলেছিলেন-

"আমি যদি বসে পড়ি, তাহলে দাড়িয়ে থাকবে কে??"

৪. ভীরু কাপুরুষ আর দুনিয়াপূজারীদের উদ্দেশ্যে যিনি দীপ্ত কন্ঠে ঘোষণা করেছিলেন-

“এ বিধান (ইসলাম) ভীরু কাপুরূষদের জন্য অবতীর্ণ হয় নি৷ নফসের দাস ও দুনিয়ার গোলামদের জন্য নাজিল হয় নি; বাতাসের বেগে উড়ে-চলা খড়-কুটো, পানির স্রোতে ভেসে চলা কীট-পতঙ্গ এবং প্রতি রঙে রঙিন হওয়া দের জন্য অবতীর্ণ হয় নি। এ এমন দুঃসাহসী নরশার্দূলদের জন্য অবতীর্ণ হয়েছে, যারা বাতাসের গতি বদলে দেবার দৃঢ় ইচ্ছা পোষণ করে; যারা নদীর তরঙ্গের সাথে লড়তে এবং তার স্রোতধারা ঘুরিয়ে দেবার মত সৎ সাহস রাখে; যারা খোদার রংকে দুনিয়ার সকল রঙয়ের চাইতে বেশী ভালবাসে এবং সে রঙেই যারা গোটা দুনিয়াকে রাঙিয়ে তুলবার আগ্রহ পোষণ করে।

উপরের কথা গুলো হল একজন দা'য়ীর, যিনি নিজের জীবনের মাধ্যমে সাক্ষ্য ও শিক্ষা দিয়ে গেছেন কিভাবে আদর্শের জন্য মাথা উঁচু করে দাঁড়াতে, এসব ই শিখিয়ে গেছেন আল উস্তাদ আবুল আ'লা মওদুদি (রঃ)। সমগ্র জীবনভর তিনি সত্যের জন্য সংগ্রাম করেছেন, কারো মনোরন্জন বা মনোক্ষুণ্ণের ধার ধারেন নি।

আজ সেই মহান ব্যাক্তির ওফাত দিবস। তিনি চেয়েছিলেন তার জন্ম মৃত্যু দিবসে যেন কোন আলাদাভাবে তাকে স্মরন করা না হয়। তাই পৃথিবীতে উনার জন্মমৃত্যু দিবসে কোন অনুষ্ঠানের আয়োজন করা হয় না। ব্যক্তিগতভাবে তার জন্য দোয়া করা হয়। আসুন সবাই দোয়া করি যেন আল্লাহ উনাকে কবুল করে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমীন।

আন্দালুসিয়ার অশ্বারোহী পেইজ থেকে ----

বিষয়: বিবিধ

১৫৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File