যদি হস্তক্ষেপ নাই করেন, তবে নৌকা এবার বংগোপসাগরে নয়; একেবারে আটলান্টিক মহাসাগরের গভীর তলদেশে গিয়ে বিষ্ফোরিত হবে ইন শা আল্লাহ!
লিখেছেন লিখেছেন কিং মেকার ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৪৮:৪৩ রাত
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা নাকি নির্বাচনে হস্তক্ষেপ করার অভ্যাস নাই! সংসদে দাঁড়িয়েই তিনি এমন দুঃসাহসী কথাবার্তা বলেছেন। তবে আমি বলি শোনেন!
-যদি হস্তক্ষেপ নাই করেন, তবে নৌকা এবার বংগোপসাগরে নয়; একেবারে আটলান্টিক মহাসাগরের গভীর তলদেশে গিয়ে বিষ্ফোরিত হবে ইন শা আল্লাহ!
একবার ভেবে দেখুন, শিবিরের ভাইদেরকে গুলি করে মারার পরে, হেফাজতের হাজার হাজার মারার পরে, দেশের বারোটা বাজানোর পরে, বিরোধীদল নির্মূলের চক্রান্তের পরে, ভারতের একচেটিয়া পা চাটার পরে যদি হাসিনা আপনার বুকের পাটাতন এতটুকু প্রশস্ত থাকে আর এতটুকু সাহসও থাকে তবে তত্বাবধায়কের আন্ডারে নির্বাচনটা দিন! তারপর দেখেন আপনার নৌকা আর আপনাকে জনগণ কোথায় নিয়ে ঠাঁই দেয়। আমার মনে হয় না আপনি বংগোপসাগরের এই পাড়ে আর সাগরের ডুব থেকে উঠতে পারবেন! আর পৃথিবীর কোনখানে আপনাদের সম্মানজনক ঠাঁই হবে এটাও আমি মনে করি না... আমি
বিষয়: বিবিধ
১১৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন