আওয়ামিলীগ-বিএনপি বুঝিনা, শান্তিতে বসবাস করতে চাই।
লিখেছেন লিখেছেন কিং মেকার ১৪ আগস্ট, ২০১৩, ০৯:৫২:০৭ রাত
পৃথিবীতে এমন কোন দল থাকতে পারে না যারা আওয়ামী লীগের চেয়ে খারাপ ভাবে দেশ চালাতে পারে । আমরা কি সেঞ্চুরী মানিক , মুরাদ জং, শামীম ওস্মান, তারিক, আবুল, সুরঞ্জিত, দরবেশ, রনি এদের দেখি নি ? এক ওবায়দুল বা অধ্যাপক সাইয়িদ কি করতে পারবে ? অতএব নির্বাচনে যেই আসুক ভয় কি ? শুধু বিষ ফোড়াটা না এলেই হলো । আসলে এদেশে যারাই ক্ষমতায় এসেছেন তারাই দুর্নীতিতে জড়িয়েছেন !
ক্ষমতার এমন লোভ ! তবে আগের দুর্নীতির সঙ্গে বর্তমানের তুলনা করলে দেখা যাবে বর্তমানের দুর্নীতিগুলি হচ্ছে শ্রেষ্ট এবং বড় আকারের যাকে এক কথায় বলা যায় সীমাহীন দুর্নীতি ! তবে এটা ঠিক দুর্নীতি দুর্নীতিই তাই আমাদেরকে আগে ঠিক করতে হবে যে আমরা আর কোন দুর্নীতিবাজদেরকে নির্বাচিত করব না আর তাহলেই দেখবেন তারা একদম সোজা হয়ে যাবে। তারা আর আমাদের সমর্থন না পেয়ে দুর্নীতি করতে সাহসই পাবেনা। আর দেশে দুর্নীতি না হলে দেশ অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে আর আমরা সেই মালেশিয়া বা সিঙ্গাপুরের মত বুক ফুঁলিয়ে বলতে পারবো দেখো আমার দেশ বাংলাদেশ আজ কত উন্নত !
বিষয়: বিবিধ
১০০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন