গণতন্ত্রের একমাত্র ঠিকাদার আওয়ামী লীগ !!!
লিখেছেন লিখেছেন কিং মেকার ১৩ আগস্ট, ২০১৩, ০২:২২:১১ রাত
দেশের ৯০% মানুষ আওয়ামী লীগ কে চায় না। কিন্তু আপনারা বিভিন্ন ধরনের খড়কুট ধরে ক্ষমতায় থাকতে চান, নিজেদের মতো করে গনতন্ত্র সাজিয়ে! আপনি কি মনে করেন আমরা বুঝি না? বরং আপনারা জনগনের ভবিষত নিয়ে চিনিমিনি খেলে নিজেদের ভবিষত ধবংস করছেন। একবার ক্ষমতা হারালে আর ৫০ বছরে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না।সরকারি দল যেদিন তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো সেদিনই গণতান্ত্রিক ধারার মেরুদন্ড ভেঙ্গে গেছে। কারণ দেশের মানুষের আশা ছিলো পাঁচ বছর পর অন্তত সরকারি দলকে জনগণের সামনে আসতে হবে। দলের অধীনে নির্বাচন হলে সে ব্যবস্থা থাকবে না। ফলে স্বৈরাচারিতার পথ সুগম হলো।সময় থাকতে ভালো হয়ে যান,না হলে ইতিহাসের পুনরাবৃত্তি হলে আপনারাও আক্ষরিক অর্থে হাড়ে হাড়ে টের পাবেন।আললাহ আপনাদের মঙ্গল করুন।
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন