'চোরের মার বড় গলা আর মাথা খারাপ জনগন !!!
লিখেছেন লিখেছেন কিং মেকার ০৭ আগস্ট, ২০১৩, ০৭:২১:১৬ সন্ধ্যা
আমাদের দেশের একটি প্রচলিত প্রবাদ 'অতি ছৈয়ালের টুই উদলা'। ছৈয়াল বলা হয় তাদের যারা বাঁশের বেড়া দিয়ে ঘর তৈরী ও মেরামত করে। এই ছৈয়ালরা বেশির ভাগই হতদরিদ্র। যে নিজে মানুষকে ঘর তৈরী করে দেয় কিন্তু তার নিজের ঘরের টুই বা চালা নেই, উদলা বা খালি। আমাদের দেশের ডক্টরেট ডিগ্রীধারী ছৈয়ালদেরও মাথায় কিছু নেই, খালি বা গোবর ভর্তী।আপনাদের উন্নয়নের জোয়ারে প্রথমে ভাসতেসিলাম পরে তো পুরাই দুবে গেলাম..। এখন তো নিশ্বাশ নিতেই কষ্ট হচ্ছে ..। একতু থভোটের সময় আশুক, তখন সব হিসাব নিকাশ হবে..। ভোটের সময় আশুকতখন সব আমাদের মত সাধারন মানুষের মাথা খারাপ হয়ে গেছে এই ভেবে যে এত টাকা বিলবোডে খরচ !!!!! তারপর অন্য এক মন্ত্রী বলেছেন আরও নাকি আসছে !!!বাংলাতে একটি কথা আছে 'চোরের মার বড় গলা'! আপনাদের চুরি, ডাকাতি দেখে জনগনের মাথা আসলেই খারাপ হয়ে গিয়েছে, সিটি নিরবাচনে যা দেখেছেন সামনের জাতীয় নিবচনে আরো ভাল করে দেখতে পারবেন!
বিষয়: বিবিধ
১০৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন