এই ঈদের বিচারপতির চমত্কার উপহার, সবার জন্য রইলো প্রানঢালা শুভেচ্ছা !!!

লিখেছেন লিখেছেন কিং মেকার ০৬ আগস্ট, ২০১৩, ১২:৪২:৫০ রাত

"রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের স্থগিতাদেশ চেয়ে করা আবেদন খারিজ করেছেন চেম্বার বিচারপতি।"খোশামবেদ--- আসছে পবিত্র ঈদ--উল-ফিতরে চেম্বার বিচারপতির তরফ থেকে গোটা দেশের জন্য এক অবিস্মরনীয় শুভেচ্ছা যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত রইবে আজীবন।আ. লীগ আর জামাত রায়-বনাম হরতাল খেলা শুরু হয়ে গেছে। জনগণ হলো একটা ফুটবলের মত। এরা একবার রায় দিয়ে লাথি মারে তো ওরা একবার হরতাল দিয়ে লাথি মারে। আমার তো মনে হয়, সরকার চাইছে জামাত হরতাল দিয়ে সহিংসতা করুক।আজকে নাকি শুনানির দিন ধার্য ছিলনা। বাদী-বিবাদী কেউ শুনানি করতেও বলেনি। বিচারপতি শামসুদ্দীন মানিক স্ব-উদ্যোগে তা শুনানির সিদ্ধান্ত নেন এবং জামায়াতের সিনিয়র আইনজীবির উপস্থিতি ও শুনানী ছাড়াই আবেদন খারিজ করে দেন। যা বিচারবিভাগে নজীরবিহীন।আজকে শুনানির দিন ধার্য ছিলনা। বাদী-বিবাদী কেউ শুনানি করতেও বলেনি। বিচারপতি শামসুদ্দীন মানিক স্ব-উদ্যোগে তা শুনানির সিদ্ধান্ত নেন এবং জামায়াতের সিনিয়র আইনজীবির উপস্থিতি ও শুনানী ছাড়াই আবেদন খারিজ করে দেন। যা বিচারবিভাগে নজীরবিহীন।জামায়াতের নিবন্ধন বাতিল সংক্রান্ত আবেদন খারিজ করে আদালতে প্রমাণ করলো এটা বাআলের আদালত। বাআলের নেতৃর নির্দেশেই তারা তাদের কাজ করে যাচ্ছে। আমি দৃঢ়ভাবেই এই আদালতের প্রতি অনাস্থা জ্ঞাপন করছি। এই আদালত একটি জঙ্গী আদালত। মানবাধিকার ভুলুন্ঠিত করতেই এর বিচার পতিরা আদালতের চেয়ারে বসে চেয়ারকে কলঙ্কিত করছে। Rose Rose Rose Rose

বিষয়: বিবিধ

১০৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File