দেখেই বুঝি

লিখেছেন লিখেছেন মৃনাল হাসান ১৮ এপ্রিল, ২০১৪, ১০:৩৬:১১ সকাল

হাঁসুয়া, রাঁমদা চকচক করে

তাই চেতনায় মরিচা ধরেনা।

কাটারাইফেল, পিস্তল হাতে হাতে

তাই ডিজিটাল প্রযুক্তির যুগ এসেছে।

ডিজে পার্টি, সিসাবারে মাতাল তরুণ, তরুণী,

তাই প্রগতির ঠাঁট বজায় আছে।

দাঁড়ি, টুপি দেখলে জঙ্গী বলা হয়

নামাজ পড়লে মৌলবাদী,

ধর্মের কটুক্তিতে প্রতিবাদ করলে প্রতিক্রিয়াশীল,

উচিত কথা বললে রাজাকার,

তাই অসাম্প্রদায়িকতা টিকে আছে।

দেশ চলে মদিনা সনদে,

গজে চড়ে আসে দুর্গাদেবী,

তাই ধরমনিরপেক্ষতার জয়জয়কার।

বিষয়: বিবিধ

১১০৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

209422
১৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৯
গণ_অভ্যুত্থানের অগ্নিবীণা লিখেছেন : দারুন তো! মোট কথ‍া ভালো কোন কিছুই এখানে নিন্দিত!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File