আমরা হলাম গানের পাখি।

লিখেছেন লিখেছেন মৃনাল হাসান ২১ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৩৮:৩৩ রাত

কিছুদিন আগে থেকে বিডিটুডে ব্লগের লেখা পড়তাম। লিখতামও কিছু। এই ব্লগটা আমার পছন্দ। কারন, এখানে কারো ধর্ম বিশ্বাসে আঘাত করা হয়না। এখানে বেশির ভাগ ব্লগারই ইসলাম্পন্থী। তারা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে, যা আমাকে ইসলাম সম্পর্কে জানতে অনেক সহায়তা করে। এই ব্লগের ব্লগাররা ইসলামপন্থী হলেও অন্য কোন ধর্ম নিয়ে কটুক্তি করা বা অন্য কোন ধর্মের অবতার,দেবতা, ঈশ্বর, আচার আচরন নিয়ে পর্নো চটি লেখেনা। বেশীর ব্লগারই ইমানদার এবং সভ্য। বলা চলে বিডিটুডে ব্লগ মুসলিম ব্লগারদের প্লাটফরম।

হঠাত একদিন দেখি ইন্টারনেটে ব্লগটি আর দেখা যাচ্চেনা। পরে শুনলাম সরকার এটি বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে? এখানে তো থাবাবাবা, আসিফ মহিউদ্দিন, আরিফ জেবতিক, চটি পিয়ালদের মত কুলাঙ্গাররা নেই। এখানে যারা লেখে তারা তো কারো ধর্ম বিশ্বাসে আঘাত করেনাই। দেশ বিরোধী কিছু লেখেনাই।সরকারের অন্যায় কর্মকান্ডের সমালোচনা করা হয়েছে এই ব্লগের লেখা থেকে। সরকার ইসলামের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তার বিরুদ্ধে সোচ্চার ছিল এই ব্লগের ব্লগাররা। এটাই সরকারের সহ্য হয়নাই। তাই তারা ব্লগটি বন্ধ করে দিয়েছিল। কিন্তু সরকার আমাদের কন্ঠ রোধ করতে পারেনি।

কাজি নজরুলের যৌবনের গান আমরা অনেকেই পড়েছি। কবি বলেছিলেন- ‘বায়স ফিঙ্গে বেচারা যখন গানের পাখিকে তীক্ষ্ণ চঞ্চু দ্বারা আঘাত করে, তখন সে অন্যত্র উড়িয়া গিয়া গান ধরে। তার হাসিতেও গান, তার কান্নাতেও গান। গান গায় সে মনের আনন্দে’। সরকার আমাদের কন্ঠ রোধ করতে পারেনি। অন্য ব্লগে লিখেছি। প্রক্সি সার্ভারে বি্ডিটুডে ব্লগ পড়েছি। সরকারের অন্যায়ের প্রতিবাদ করেছি। প্রতিবাদ চলবেই। আমরা গানের পাখি, গান করবই। কেউ কন্ঠ রোধ করতে পারবেনা। জেলের খাচায় এই পাখিদের পুরবে সরকার? সেখানেও গান ধরব- কারার ঐ লৌহ কপাট ভেঙ্গে ফেল কররে লোপাট। ফ্যাসিবাদী সরকার আমাদের হত্যা করবে? আমাদের এতো কিছু তো ঐ শাহাদাতের মৃত্যুর জন্যই। যার জন্য জনম ভর সাধনা

বিষয়: বিবিধ

১২৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File