মায়ের ফোন
লিখেছেন লিখেছেন ট্রাস্টেড থিফ ৩০ জুলাই, ২০১৩, ০১:০৬:৩২ রাত
হঠাৎ করেই ঘুম ভেঙ্গে গেল। বুঝলাম না কেন। সেহেরি খাওয়ার শেষ টাইম ৩ .১৫। তাই একসাথে সেহেরি খেয়েই ঘুমাই একটু বেলা করে। অবশ্য ছুটির দিনে। যেই দিন সকালে কাজ থাকে সেই দিন সকালে ঊঠতে হবে এই দুঃখেই ঘুম আসেনা। কিন্তু আজতো কাজ নাই ঘুম ভাঙ্গার তো কারন নাই। মোবাইল টা হাতে নিয়ে দেখলাম মায়ের মিস কল। বুঝলাম মায়ের কলেই ঘুম ভাঙল। শোয়া থেকেই কল দিলাম-
_মা তুমি কেমন আছো?
-ভালো আছি। গত কয়েক দিন যাবৎ ফোন দিচ্ছিস না। ভাবলাম কি হইলো।
_ভালো আছি আমি। বিজি ছিলাম। তোমার শরীর এখন কেমন? প্রেশারের কি অবস্থা? ডায়াবেটিক কি আরো বেড়েছে?
-প্রেশার আগের মতই। তবে ডায়াবেটিক কিছুটা বাড়ছে কারন হাটুতে ক্ষয়ের জন্য হাটতে পারিনা। তোর রিজাল্ট কবে দিবে?
_আশা করি সেপ্টেম্বরেই দিবে। দোয়া করো।
- তারপর কি করবি?
_দেখি কি করা যায়।
-বাবা তুই দেশে আসবি কবে? কত দিন তোকে দেখি না তোকে।
মা অপর প্রান্তে ব্যার্থ কান্না ঢাকার চেষ্টা করছে। কিছু একটা বলতে গিয়েও তার গলাটা আটকে গেছে। মা চুপ করে আছে কিছু বলছে না। আমিও ছুপ করে আছি। একটু পর মা নিজেকে সামলে নিয়ে বললো “নিজের প্রতি যত্ন নিস”।
ঠিক আছে বলে আমিও রেখে দিলাম তাড়া তাড়ি। কারন আমারও চোখ বেয়ে দু ফোঁটা জল গড়িয়ে গেল। কিন্তু তা মাকে বুঝতে দেয়া যাবেনা।
বছর তিনেক আগে যখন প্রথম পরবাসী হলাম তখন মায়ের সাথে ফোন করেই কাঁদতাম। মা শক্ত করেই নিজেক ধরে রাখতো। বলতো দেখতে দেখতেই কেটে যাবে। এখন ওইসব ভাবলে হাসি পায়। কেন যে অমন করে কাঁদতাম। হতে পারে ম্যাচিউর্ড ছিলাম না।
মাঝে মাঝে খুব অবাক লাগে এই মহিলা আজ এতটা দুর্বল কেন। মনে পড়ে ছোট বেলায়, বাবার ব্যাবসা ডুবে গিয়ে তিনি যখন নিজেই সয্যাশায়ী তখনোত মা মানুষিক ভাবে এতটা ভেঙ্গে পড়েননি। দিন রাত শেলাই মেশিনে কাজ করেছেন কিন্তু মামা চাচা কারো কাছে গিয়ে হাত পাতেন নি। আজ মায়ের জন্য খুব কষ্ট লাগে। মনে পড়ে মায়ের ফেবারিট ফ্রুট ছিলো আম। বাজার থেকে কিনে আনার পরে সন্তানদের মুখের দিকে তাকিয়ে খেতে পারতেন না। পুরোটাই আমরা সাবাড় করে দিতাম। অথচ আজ ভাইয়া চাইলে আমাদের দ্বিতল ভবনের পুরোটাই আম দিয়ে ভরিয়ে রাখতে পারেন। কিন্তু হায় আজো মায়ের খাওয়ার সুযোগ নেই কারন ডায়াবেটিসের কারনে তাকে যে ইনসুলিন নিতে হয় প্রতিনিয়ত। মাঝে মাঝে মাকে বলি মা তুমি আমার কাছে কি চাও বলো, আমি তোমার জন্য কি করলে তুমি অনেক খুশি হবে। মা আমকে বলেন তুই অনেক বড় হ তাইলেই আমি খুশি হব। বললাম বড়তো হয়েই গেছি আর কত বড় হমো। মা বললো বড় যখন হয়েই গেছিস তাহলে কি বউ খোজা শুরু করবো।
বললাম দূর লাভ নাই মাইয়া দিবো কোন শালায় আমারে।
-থাপ্রাইয়া গালের দাঁত ফালাইয়া দিমু।
_ও সরি সরি।
বিষয়: বিবিধ
১৮১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন