বাংলাদেশে বিদেশীরা জীবিকার জন্য বাস করছে!!!
লিখেছেন লিখেছেন সুজা মানুস ১৬ জুন, ২০১৪, ১২:৩২:৩৪ রাত
বাংলাদেশ এখন আর আগের মত গরীব রাষ্ট্র না। দেশ এখন সব দিক দিয়ে উন্নত হচ্ছে। বিদেশীদের কর্মসংস্থান হচ্ছে,তাই বাঁচার জন্য বাংলাদেশে আসছে।বাংলাদেশীরা যেমন যাচ্ছে অন্য দেশে জীবিকার জন্যে বিদেশীরাও তেমন আসছে। কেউ কেউ আবার অবৈধ ভাবে আছে, যেমনটি বাংলাদেশীরাও থাকে অনেক সময় অন্য দেশে ।পরতুগাল,স্পেন,ইতালীতে অবৈধদের বৈধতার সুযোগ দেয়া হয়,নির্দিষ্ট রাজস্য আর কাজের উপর কর পরিশোধ করলে তাকে বৈধ করে নেয়া হয়।এক্ষেত্রে ঐ দেশের সরকার লাভবান হয় পাশাপাশি অবৈধরাও বৈধ হয়ে যায়।
বাংলাদেশে নাকি ২ লাখ বিদেশী অবৈধভাবে আছে,তাই বলব বাংলাদেশ সরকার যেন ভারতের মত অবৈধদের না তাড়ীয়ে ইউরোপের দেশগুলোর মত কর প্রাপ্তির বিনিময়ে বৈধ হওয়ার সুযোগ করে দেয়।এতে করে বাংলাদেশ সরকার তাদের রাজস্য ভান্ডার বাড়াতে পারবে।আর বাংলাদেশ বিদেশী দরদী ১টা বিখ্যাত দেশ বলে পরিচিত হবে। যা বিশাল ভারত করে দেখাতে পারে না গরীব বাংলাদেশ তা করে দেখালে হবে বিশেষ সুনামের।
বিষয়: বিবিধ
১১১৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন