ঈদের পোষাক : আব্বু সানি লিয়ন কি.....?!!!!

লিখেছেন লিখেছেন স্বাধীন ভাষী ২৭ জুলাই, ২০১৩, ০২:১৭:৩১ দুপুর



আমরা কতটা নিচু...!!

শেষ পর্যন্ত একজন বেশ্যার অনুকরণ করতে চলেছি আমরা। যেকিনা এমনিতেই অভিনয় জগতের আবারও অশ্লিল। ছি..!!!

লজ্জা হয় যখন এই ঘৃন্য, লজ্জাহিন বেশ্যার অনুকরনে বাজারে আজাদের মা, মেয়ে, বোনেদের জন্য পোশাক আমদানি করা হয়। কিন্তু লজ্জায় আর টিকতে পারি না যখন সেসব পোষাক কিনতে আগ্রহের সাথে আমরা বাজারে হুমড়ী খেয়ে পড়ি।

এবার ঈদের পোষাক বাজারে সানি লিয়নের পোশাকের ছড়াছড়ি। এই দোকানে যাই, বলে, ভাই এই টা নতুন, আপু এইটা নতুন মডেলের। আরেক দোকানী বললো নতুন মডেল সানি লিয়নের মডেল। কি আশ্চর্য...!! সেই পোষাক কেনার ধুম পড়ে গেছে বাজারে।

আমার সামনে দোকানীদের এই ধরনের আকর্শনীয় কথাবার্তায় প্রভাবিত হয়ে এক বাচ্চা তার আব্বুকে জিজ্ঞাসা করে বসলো আব্বু সানি লিয়ন কি....??

আমি তো রিতিমত টাস্কি খেয়ে গেলাম। কি জবাব দেবে বাবা এই মেয়ে টাকে। বলবে যে সে একটা বেশ্যা। যদি তাই বলে তাহলে বাচ্চাটা তাই বুঝে নিবে। কিন্তু বাচ্চাটা হয়তো বেশ্যা মানে এখনো অবগত নয়। তাই সে আনন্দের সাথে এটা গ্রহণ করে বায়না ধরবে আমি ওটা কিনব। ওই জামাটা নিব।

জানি কোন বাবাই বলবে না যে সে একজন বেশ্যা। সকলের বলবেন সে একজন স্টার বা অন্যকিছু বলে বাচ্চাকে বোঝাবেন। এখন থেকেই বাচ্চাদের মনে জন্ম নেবে ওই নোংরা সংস্কৃতি...! চলে যাবে তারা ধ্বংসের মুখে।

উত্তরের অপেক্ষায় আমি কিছুক্ষন দাঁড়িয়ে থাকলাম। বাবা কোন উত্তর দেন কিনা আমি একটু ভাবলাম। কিন্তু পরক্ষনে আমার সেই ধারনাটাই স্পষ্ট হয়ে উঠল। বাবা তার বাচ্চাকে বললো যে আম্মু ওই যে তুমি টিভিতে দেখনা..? মুভি দেখ না...?

বাচ্চাটা বললো ও বুঝেছি। ওটা সুন্দর আমি ওটা নিব। দেখুন তাহলে কিভাবে আমাদের মধ্যে অপসংস্কৃতি প্রবেশ করতেছে। ওই বাচ্চাটা যখন বড় হবে তখন তার মানসিকতা ঠিক এ ধরনেরই তৈরী হবে।

আমাদের সমাজ, সংস্কৃতি আজ ধ্বংসের পথে। আমরা পশ্চিমা ও হিন্দুয়ানী সংস্কৃতি অনুকরনে ধ্বংসের দিকে চলে যাচ্ছি.... । কবে বের হতে পারব আমরা এর থেকে অথবা আদৌ কি বের হতে পারব....!! নাকি এভাবেই আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাব।

বিষয়: বিবিধ

২৬১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File