রেসমার ১৭ দিন না খেয়ে বেছে থাকা আর এ এসপি বশিরের শামিম ওসমানের বিরুদ্ধে কথা বলা একই সুত্রে গাঁথা !

লিখেছেন লিখেছেন এমডাডুল হক পারভেজ ২৮ জুন, ২০১৪, ১২:৫৫:২২ দুপুর

এ এসপি বশিরের শামিম ওসমানের বিরুদ্ধে কথা বলে এখন জাতীয় বীর,

কিন্তু আমার কাছে এটা দেখে মনে হয়েছে এটি আরেকটি রেশমা নাটক ছাড়া কিছু নয়,

এ এসপি বশির কুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বিসিএসে রাজনৈতিক কোটায় টিকে এখন লীগের চামছা।

আর শেখ হাসিনা সংসদে বলেছিল তিনি সবসময় ওসমান পরিবারের সাথে থাকবেন,

প্রথম আলোতে যেভাবে এ এসপি বশির কে নিয়ে কলাম আসতেছে তাতে সহজে বুজা যায় এটা হাসিনার নতুন কুটচাল,

আর এই নতুন কুটচালের অংশ হচ্ছে নারায়াঙ্গঞ্জের পুলিশের ভাবমূর্তি বাড়ানো,

এবং তার রক্ষী বাহিনী পুলিশকে আরো বেশী মানুষের কাছে বিশ্বস্ত করে পুলিশের অত্যাচার নির্যাতনের কাহিনী ধামাচাপা দেওয়া,

বিষয়: রাজনীতি

১৯১৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239609
২৮ জুন ২০১৪ দুপুর ০১:২৯
প্রেসিডেন্ট লিখেছেন : Correct Analysis.

আবাল পাবলিক না বুঝে শ্লোগান তুলে।
“আহা! এসপি বশির কি সাধু, কি সাধু।
২৯ জুন ২০১৪ রাত ০১:৪৯
186095
এমডাডুল হক পারভেজ লিখেছেন : পাবলিকের কি দোষ তাদের যা বুজাবেন তাই বুজবেHappy
239613
২৮ জুন ২০১৪ দুপুর ০১:৪৮
মোঃ আবু তাহের লিখেছেন : আমাদেরকে আরও কত কি যে দেখতে আর শুনতে হবে আল্লাহই মালুম।
২৯ জুন ২০১৪ রাত ০১:৪৯
186097
এমডাডুল হক পারভেজ লিখেছেন : Happy
239629
২৮ জুন ২০১৪ দুপুর ০৩:০০
রঙের মানুষ লিখেছেন : হতে পারে Thinking
২৯ জুন ২০১৪ রাত ০১:৫০
186099
এমডাডুল হক পারভেজ লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File