শিক্ষক নাকি কাপুরুষ তারা!

লিখেছেন লিখেছেন এমডাডুল হক পারভেজ ০১ মার্চ, ২০১৪, ১২:৩৭:৫১ রাত

শিক্ষক নাকি কাপুরুষ তারা!

শাবিপ্রবির ১৪ জন মেধাবী ছাত্রকে বিশ্ববিধ্যালয় থেকে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তাদের অপরাধ তারা

বিশ্ববিদ্যালয় অন্য ছাত্রদের মত অশ্লিলতা ধারন করত না।

তারা হলে ছাত্রীদের নিয়ে রাত্রী জাপন করত না।

তাদের অপরাধ হচ্ছে তারা ছাত্রলীগের মত সাধারন ছাত্রশিক্ষকদের গায়ে গুলি চালাতোনা।

তাদের অপরাধ তারা বিশ্ববিদ্যালয়ের পথ হারা ছাত্রদের্কে আল্লাহর দ্বীনের পথে ডাকত।

আসলে আল্লাহই আসল প্রয়্সালা কারী।

যে বিশ্ববিদ্যালয় জাফর ইকবালের মত সেকুলার শিক্ষক আছে সে বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্ররা বহিস্কৃত হবে এটাই নিয়ম।

বলে রাখা ভাল শেখ মুজিবুর রহমান ও ঢাবি থেকে আজিবনের জন্য বহিস্কৃত হয়েছিল,কিন্তু সময়ের ব্যবধানে ঢাবি কর্তৃ পক্ষ তাকে সসন্মানে তার ছাত্রত্ব বাতিলের আদেশ তুলে নে।

তাই আজকে যাদের ছাত্রত্ব বাতিল করেছে,

হয়্ত একদিন তাদের ছাত্রত্ব বাতিলের আদেশ প্রত্যাহার করে তাদের সসন্মানে ছাত্রত্বের মর্যাদা পিরিয়ে দিবেন।

বিষয়: বিবিধ

৯৮৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

184776
০১ মার্চ ২০১৪ রাত ১২:৫২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যে বিশ্ববিদ্যালয় জাফর ইকবালের মত সেকুলার শিক্ষক আছে সে বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্ররা বহিস্কৃত হবে এটাই নিয়ম।একমত
184782
০১ মার্চ ২০১৪ রাত ০১:০৮
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ১ 184776 ০১ মার্চ ২০১৪ রাত ১২:৫২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যে বিশ্ববিদ্যালয় জাফর ইকবালের মত সেকুলার শিক্ষক আছে সে বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্ররা বহিস্কৃত হবে এটাই নিয়ম।একমত
184908
০১ মার্চ ২০১৪ দুপুর ১২:১৫
এমডাডুল হক পারভেজ লিখেছেন : thanks
185417
০২ মার্চ ২০১৪ সকাল ১০:৫৫
সজল আহমেদ লিখেছেন : এইসব স্যারদের পাইলে সিরিজ কাগজ দিয়ে তলায় ২টা ডলা দিতাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File