ওহে বাঙালী ড্রোন বানাও আলকায়েদার সাথে যুদ্ধ কর।

লিখেছেন লিখেছেন এমডাডুল হক পারভেজ ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৫১:১০ দুপুর

গত দুইদিন আগে বঙ্গ-পসাগরের অবস্থিত দুইটি গ্যাস ব্লক ভারতীয় কোম্পানির হাতে তুলে দিয়েছে সরকার।

আর আমরা আলকায়েদার ভিডিও নিয়ে গবেষনায় লিপ্ত।

এই পরিকল্পনার মূল হোতা সজীব ওয়াজেদ জয়।

আল কায়েদা ইস্যুটি সামনে আনা হয়েছে শুধু মাত্র দেশ বিরোধী এই অবৈধ চুক্তি ব্যাফারে জনগনের দৃষ্টি অন্য দিকে রাখা।

এবংকি শ্রীলংকার কাছে বাংলাদেশের হেরে যাওয়াটা এই কারনে।

আমরা আল কায়েদা, ক্রিকেট এসব নিয় ব্যস্ত থাকি আর ওনারা দেশটা কে দাদা বাবুদের হাতে তুলে দিচ্ছেন আমরা টের ও পাচ্ছিনা।

আহ কি চমত্কার।

বিষয়: বিবিধ

৯১৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

179440
১৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১২
নূর আল আমিন লিখেছেন : gay hind
179500
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০০
শফিউর রহমান লিখেছেন : আসল কথাটা জানলেন ক্যামনে?
আমরা হলাম ভ্যাড়ার পাল তা হাসিনা তথা "র" ভালই বুঝে গেছে। তাই আমাদেরকে কিভাবে ঘুম পাড়িয়ে রাখা যায়, অথবা হাতে মোয়া দিয়ে চুপ করিয়ে রাখা যায় তা তারা ভালই রপ্ত করেছে এবং বার বার তা প্রয়োগ করছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File