অস্তবেলা
লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ১১ সেপ্টেম্বর, ২০১৩, ১১:২৮:১৮ সকাল
সুনিপুন হাতে গড়া স্বপ্ন বাসর
বিবর্ণ হল আজ, ভেঙ্গে গেল জলসা ঘর
রঙ্গ মঞ্চ হতে বিদায় নিল নটবর
মুক্ত জীবনে আসে হঠাৎ কম্পন
তমসা ঘিরে নেয় ভগ্ন হৃদয়
সুরের বাঁধন খুলে যায়, ঝরে যায় শব্দ গুলো
দখিণা বাতাস আসেনা দ্বারে আর
দিন গোণা শুধু অন্তিম প্রহরের
[সবুজ বাংলা ব্লগে পুর্বে প্রকাশিত]
বিষয়: সাহিত্য
১৩৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন