স্বপ্ন
লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ২২ জুলাই, ২০১৩, ০৩:০২:৪৩ দুপুর
স্বপ্ন দেখে, স্বপ্ন নিয়ে, স্বপ্নে কাটে দিন,
স্বপ্নে দেখা প্রহর গুলো স্বপ্নেই হয় বিলীন।
স্বপ্নে দেখি সোনার সকাল স্বপ্নিল আলো মাখা,
স্বপ্ন পুরীর ফুল কুমারী স্বপ্নেই দেই দেখা।
স্বপ্ন দেখি জেগে জেগে, স্বপ্ন দেখি ঘুমে,
স্বপ্ন দেখা সাঙ্গ হল স্বপ্ন পরীর চুমে।
স্বপ্নে দেখি বিশ্ব ভুবন, স্বপ্নে দেখি তারা,
স্বপ্নে দেখা জগত সকল স্বপ্ন দিয়ে গড়া।
স্বপ্ন দেখি মানুষ হব অনেক বড় কেউ,
স্বপ্ন গুলো মিলিয়ে গেলে আসে প্রবল ঢেউ।
স্বপ্ন সুন্দর, স্বপ্ন সকল ছিনিয়ে নিল কারা?
স্বপ্ন দেখা বিফল হল, স্বপ্নই হল সারা।
বিষয়: সাহিত্য
১১১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন