ধ্বংস
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:৩০:৫৫ রাত
চোখের সামনে সব ধ্বংস হয়ে যাচ্ছে।
বিনাশ করছে একের পর এক
দেশ,জাতি,জনতা,দল,মত,সব.....।
সবই ঘটছে চাক্ষুষ।
কিন্তু কিছুই করতে পারছি না!
নাক,কান,মুখ, হাত,পা বাঁধা...
চোখটা শুধু কিঞ্চিত খোলা।
এমন খোলা যে,চাইলেই দু' নয়ন বন্ধ করতে পারছি না।
কি অসহ এ শাস্তি!
নরকের আযাবও কি এর চেয়ে ভয়াবহ ?
আমি নিখিলের এ অধঃপতন দেখতে চাই না।
অক্ষমতার এ যাতনা থেকে মুক্তি পেতে
আমাকে সমূলে ধ্বংস করে দাও।
আমি আমার নাশ চাই।
মৃত্যু চাই এ নশ্বর হতে।
--- ২৭.০৯.২০১৭
বিষয়: বিবিধ
৯০২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মতিউর রহমান রেন্টু পার্ট টু এই নামে একটা বই বের করতে পারেন। আর বেশী দিন কিন্তু সময় নাই হাতে (৫ দিন) ।
মন্তব্য করতে লগইন করুন