মাক্কা - মাদিনা ও ইসলাম এবং মুসলমান

লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ২৭ জুলাই, ২০১৭, ০৫:১১:৪৮ সকাল

সারা দুনিয়ার মুসলমানরা বিশ্বাস করে কাবা ঘর হলো আল্লাহর নির্দেশে তৈরী প্রথম ইবাদত খানা, যা দুনিয়ার প্রথম মানব আদম কর্তৃক তৈরী হয়েছিল । পরবর্তীতে তা হযরত ইব্রাহীম কর্তৃক পূন: নির্মাণ করা হয়। কারণ হযরত নুহ (আঃ) নবীর আমলে যে প্রলয়ংকরী বন্যা হয় তাতে কাবা ঘর নাকি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। যে ঘর আল্লাহর নির্দেশে তৈরী হয়েছিল তা বলা বাহুল্য দুনিয়ার সকল মানুষের সম্পদ। অথবা বড়জোর দুনিয়ার সকল মুসলমানের সম্পদ। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, এটা হলো শুধুমাত্র সৌদি আরবের মানুষদের সম্পদ। এর ব্যবস্থাপনা বা রক্ষণাবেক্ষণের সকল দায়িত্ব সৌদি আরবের। প্রতি বছর হজ্জ উপলক্ষ্যে যে লক্ষ লক্ষ মুসলমান মাক্কা - মাদিনা যায় ,তা থেকে যে বিশাল আয় উপার্জন হয় ; তার সবটাই যায় সৌদি আরবের কোষাগারে। ইসলাম নিয়ে যত ব্যবসা বাণিজ্য, আয় উপার্জন সব কিছুর মালিক ও ভোক্তা হলো সৌদি আরব । ইসলাম যদি দুনিয়ার সকল মুসলমানের হয়ে থাকে, মোহাম্মদ (সাঃ) যদি দুনিয়ার সকল মুসলমানের হয়ে থাকে, কাবা ঘর যদি দুনিয়ার সব মুসলমানের হয়ে থাকে, তাহলে কাবা ঘরের কর্তৃপক্ষ কেন শুধুমাত্র সৌদি আরব হবে ? হজ্জ ও অন্যান্য আচার অনুষ্ঠান থেকে যে বিপুল আয় হয় তার সবটাই ভোগ করে সৌদি বাদশা ও তার পরিবার। কিন্তু বলা বাহুল্য তাদের বিপুল বিলাস ব্যসনে কি পরিমাণ অর্থই না ব্যয় হয়!!! অন্যদিকে স্বীকার করতে হবে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে যে সব অগণিত দারিদ্র পীড়িত মুসলমান দুর্ভিক্ষ, মহামারী ও অন্যান্য কঠিন দুর্যোগে ভোগে; সেখানে সাহায্য করছে অন্যধর্মালম্বীর দেশগুলো। ফিলিস্তিনের আল আকসায়, গাজায় যে নারকীয় হামলা চলছে তাতে সহায়তাতো দূরের কথা একফোটা মুখও খুলছে না এই নষ্ট বাদশারা ................ ............. .........

সৌদি ও আরব বিশ্বের ক্ষমতালোভী বাদশারা আমেরিকার - ইহুদীদের পা চাটা খলিফারা তো মদ ( আদবের ভাষায় !!! ) সুরাহ আর নারী নিয়া ব্যস্ত। মুসলিম বিশ্বের কথা ভাবার সময় কই তাদের ??? !!!!!!

নির্যাতিতদের পাশে দাঁড়াতে মুসলমান হওয়া লাগবে না আপনাকে। লাগবে মানবিক হওয়া। সৎ , নির্ভীক হওয়া ......................... .............. ...... ।

বিষয়: বিবিধ

৭৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383647
২৭ জুলাই ২০১৭ রাত ০৯:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হজ্জ থেকে শুধু আয়ই হয় না বিপুল ব্যায় ও হয়। সেগুলিও কিন্তু সৌদি সরকার ই করে।
২৮ জুলাই ২০১৭ রাত ০৪:৪৮
316646
ডব্লিওজামান লিখেছেন : জী। তাহলে আয়- ব্যয়ের ভারটা ছেড়ে দিক।
383650
২৮ জুলাই ২০১৭ সকাল ০৯:২৬
হতভাগা লিখেছেন : মুসলিম বিশ্বের নেতৃত্বদানে সৌদিকে কর্মে ও মননে ভালভাবে এগিয়ে আসতে হবে । নবীজীর কারণে সৌদি আরবকে সারা বিশ্বের মুসলমানেরা অন্যরকম সন্মানের চোখে দেখে । এটার কদর বুঝতে হবে সৌদিদের।
383702
০২ আগস্ট ২০১৭ বিকাল ০৪:১৬
ডব্লিওজামান লিখেছেন : ধর্মীয় কেন্দ্রস্থল । তাই ধর্মীয় বিধান মানলেই হল ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File