মু’মিন কেমন হয় ?
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ০৯ মার্চ, ২০১৭, ০৩:৩৪:৫৪ রাত
মু’মিন কেমন হয় ? -
ইয়ারমুকের যুদ্ধ। তৎকালীন পরাশক্তি রোমানদের বিরুদ্ধে। সে যুদ্ধেরই একটি ঘটনা। একদিন যুদ্ধ শেষে তিনজন সাহাবী মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছেন। আল হারিস ইবন্ হিশাম (রা.), আইয়াশ ইবন্ রাবিয়া (রা.) ও ইকরিমা ইবন্ আবু জাহল (রা.)।
পিপসায় কাতর হযরত হারিস (রা.) পানি চাইলেন। তাঁকে পানি দেয়া হল। তিনি পানি পান করতে যাবেন সে মুহূর্তে ইকরামা (রা.) তাঁর দিকে তাকালে, হারিস বললেন, ইকরামাকে (রা.) পানি দাও। পানির গ্লাসটি যখন ইকরামার (রা.) কাছে নিয়ে যাওয়া হল তখন আয়্যাশ (রা.) তাঁর দিকে তাকালেন। তা দেখে ইকরামা (রা.) বললেন, আয়্যাশকে (রা.) দাও। আইয়াশ (রা.) এর কাছে পানির গ্লাসটি নিয়ে যাওয়া হলে দেখা গেল তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। তারপর গ্লাস নিয়ে পর্যায়ক্রমে তাঁর অপর দুই সাথীর কাছে নিয়ে গিয়ে দেখা গেল তাঁরাও শাহাদাত বরণ করেছেন। [আসহাবে রাসূলের জীবনকথা, খণ্ড ১]
সুবহানাল্লাহ !!! কি অপরূপ ত্যাগ !!! সবাই চেয়েছেন নিজের জীবনের উপর অন্যের জীবনকে প্রাধান্য দিতে। মৃত্যু শয্যায়ও অপর ভাইয়ের চাহিদার প্রতি কি খেয়াল। সাধে কি আর তাঁদের প্রতি রাদিয়াল্লাহু আনহুম বলা হয় !!!
আর আমরা ??
মুসলিমদের পতনের কারণ অনুসন্ধানে ব্যস্ত। অথচ কাফিররাও যা বুঝেছে সে বুঝও আমাদের নেই।
ভন্ড নবী তুলাইহার বিরুদ্ধে হযরত খালিদ (রা.) অভিযান পরিচালনা করেছেন। তুমুল লড়াই চলছে। প্রতিটি সংঘর্ষে তুলায়হার সঙ্গীরা পরাজয় বরণ করছে। একদিন তুলায়হা তার ঘনিষ্ঠদের কাছে জিজ্ঞেস করলো আমাদের এমন পরাজয় হচ্ছে কেন ? তারা বলল, কারণ আমাদের প্রত্যেকেই চায় তার সঙ্গীটি তার আগে মারা যাক। অন্য দিকে আমরা যাদের সাথে লড়ছি তাদের প্রত্যেকে চায় তাদের সঙ্গীর পূর্বে সে মৃত্যুবরণ করুক।
হায়!! এরপরও কি আমাদের বোধোদয় হবে না ?
বিষয়: বিবিধ
৯৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন