হে সভ্যজন, সুশীল, মুক্তমনা, চেতনাধারী.......

লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ১৫ এপ্রিল, ২০১৬, ০৩:৩৪:৩৬ দুপুর

হে সভ্যজন, সুশীল, মুক্তমনা, চেতনাধারী.......

আমি কুকুর-বিড়ালের বাচ্চা নই;আমি মানুষের বাচ্চা! তোমরা যারা আজ আমার মোটা চাল চুরির টাকায় মিনিকেট-বাসমতি চালের গরম ভাতে পানি ঢেলে হাজার হাজার টাকায় পান্তা

ইলিশের বিলাসের কৃষ্টি সাজাও। আমার মোটা কাপড় চুরির টাকায় যারা রাজপথ আলপনায় রাঙ্গাও, আমি লাথি মারি তোমার সভ্যতায়....... লাথি মারি তোমার কৃষ্টি - সংস্কৃতির সব ভুয়া

ফানুসে। আমার ভুকা উদরে লাথি মেরে যারা স্বাধীনতার হাওয়াই বুলি আউড়াও, আমার

ক্ষয়ে যাওয়া বুকের মিছিল শুনে যাও-আমি ৪৭এ যা ছিলাম; ৭১এও তাই ছিলাম ২০১৬'র ডিজিটালেও তাই আছি!

কালে কালে শুধুই শাসক, মানচিত্র আর পতাকাই বদলেছে। আমি ভুখা, ভুকাই আছি। মিছিল শোন, মিছিল......... এ আজাদী ঝুটা হ্যায়.......এ আজাদী এঁটো হ্যায়..........এ স্বাধীনতা মিথ্যে............ইনকেলাব জিন্দাবাদ..............

বিপ্লব দীর্ঘজীবী হোক॥"

---- ---- ------

বিষয়: বিবিধ

২৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File