ইস্যু আসে, ইস্যু যায় কিন্তু নষ্টদের দখলেই সব থেকে যায় !!!

লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ০৩ অক্টোবর, ২০১৫, ০৫:৪৩:৫৭ সকাল

ইস্যু আসে, ইস্যু যায়। একেক ইস্যু ভেসে যায় আরেক ইস্যুর হিশুর স্রোতে। একটি ইস্যু আরেকটি ব্রেকিং নিউজ পর্যন্ত । সর্বোচ্চ এক সপ্তাহের বেশি বাঁচে না কোনো ইস্যু ! আমরা সব ভুলে যাই সোনামাছের মতো। পুরোনো ইস্যু নিয়ে প্রতিবেদন দিলে কাটতি বাড়ে না বলে গণ-মাধ্যমও বাদ দিয়ে দেয় ফলোআপ, পাবলিকও চুপচাপ। ফলে নষ্টদের দখলেই সব থেকে যায় !!!

~~~~ যার কয়েকটির কথা মনে করিয়ে দিচ্ছিঃ ~~~~

** পরিমল জয়ধর এখন কোথায় ? তার মামলাটা কী অবস্থায় আছে ? কয় বছর সাজা হয়েছে তার ?

** ঝালকাঠির লিমন হোসেনের মামলা কি এখনও আছে ? সে কেমন আছে, কোথায় আছে ?

** আমিনবাজারে ৬জন ছাত্রের হত্যাকারীদের খবর কী ? কেউ কি গ্রেপ্তার হয়েছিল ? মামলাটা কী অবস্থায় আছে ?

** কেমন আছে মেঘ সারোয়ার ? সাগর-রুনি হত্যামামলাটা বেঁচে আছে ? সাহারার ৪৮ ঘণ্টা কী পার হয়েছে ? সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে শুরু হওয়া সাংবাদিকদের আন্দোলন কী অবস্থায় আছে ?

** পুলিশের উপস্থিতিতে নোয়াখালী/লক্ষ্মীপুরে গণপিটুনিতে শামসুদ্দিন হত্যায় কেউ কি শাস্তি পেয়েছিল ?

** পুরান ঢাকার ভস্মীভূত এলাকা নিমতলি থেকে রাসায়নিক দ্রব্যের গুদামগুলো কী সরানো হয়েছে ?

** চাঁপা রানিকে মোটর সাইকেল-চাপা দিয়ে হত্যা করা বখাটেরা কই আছে ? মামলাটার কী খবর ?

** কেমন আছেন কানিজ আলমাস খান ? কেমন চলছে তার ব্যবসাপাতি ? এখন কে কে আসেন তার ওখানে 'সেবা' নিতে ?

** কী শাস্তি হয়েছে তারেক মাসুদের হত্যাকারী বাসচালক কিংবা মিরসরাইয়ে অর্ধশত ছাত্র-ছাত্রীর হত্যাকারী ট্রাকচালকের ?

** তাজরিন গার্মেন্টেসের অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল বলে প্রতিবেদনে জানিয়েছে তদন্ত কমিটি, কে বা কারা করেছিল সেই পরিকল্পনা ? গার্মেন্টসের মালিককে গ্রেপ্তার করা হয়নি কেন ? কী অবস্থায় আছে ঘটনাটা ?

** বদ্দারহাট উড়ালসেতুর প্রকৌশলীদের বা ঠিকাদারপ্রতিষ্ঠানের কাউকে গ্রেপ্তার করা হয়েছে ? সর্বশেষ কী খবর ঐ ঘটনার ?

** প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার বাবা-মাকে হত্যা করা গুলশানের সেই বখাটেদ্বয়ের খবর কী ?

** কী খবর পরকীয়ার স্বার্থে নিজের শিশুপুত্রকে হত্যা করা আদাবরের সেই মায়ের ?

** সেনাসদস্য মতিন সরকারকে খুন করা স্ত্রী-কন্যারা কই আছে এখন ? বিচার-টিচার কিছু কী হয়েছিল ?

** কেমন আছে আবদুল কাদের ? কোথায় আছে কাদেরকে কোপানো ওসি ? কী শাস্তি হয়েছে ওসির ?

** বিশ্বজিত্‍-হত্যা মামলারই বা সর্বশেষ খবর কী ?

** সর্বশেষ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস দুঃখজনক ঘটনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলার পরও কি কিছু হচ্ছে বা হবে ?

** আজকের দৈনিক মানবজমিন পত্রিকার শিরোনাম ৫ বছরে ৬৪৭৮ বেওয়ারিশ লাশ !

## আপনারা কিছু যোগ করেন । এরপর আমি আবার করবো ।

বিষয়: বিবিধ

১৪৬২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344177
০৩ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটার পর একটা ঘটনা ঘটতে থাকলে মানুষ একসময় বোধহীন হয়ে যায়।
০৩ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৪১
285518
ডব্লিওজামান লিখেছেন : ঠিকই বলেছেন ভাই, তাইতো দেখতেছি । কিন্তু আমার কি ভূমিকা ছিল সেটার জন্যই জবাবদেহী করতে হবে ।
344198
০৩ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:৫৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। নষ্টরা যখন প্রধান প্রধান পদ দখল করে বসে থাকে তখন নষ্টের সমাজ প্রতিষ্টিত হয়।
এগুলো তারই অংশ।
২৩ অক্টোবর ২০১৫ রাত ০৩:৩৬
288067
ডব্লিওজামান লিখেছেন : হুম !
344219
০৩ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
শেখের পোলা লিখেছেন : অরণ্যে রোদন৷
২৩ অক্টোবর ২০১৫ রাত ০৩:৩৬
288068
ডব্লিওজামান লিখেছেন : কিন্তু আমার-আপনার তাতে কি ভূমিকা ছিল সেটার জন্যই জবাবদেহী করতে হবে ।
২৩ অক্টোবর ২০১৫ রাত ০৪:১৮
288072
শেখের পোলা লিখেছেন : অবশ্যই হবে৷ কারণ আমরাই তাদের এ সুযোগ এনেদিয়েছি৷
১২ জুন ২০১৭ সকাল ০৫:৩২
316521
ডব্লিওজামান লিখেছেন : অনেকাংশে.।.।.।.।.।।
344300
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৫৭
হতভাগা লিখেছেন : ইস্যুর উপর হিসু করে দেওয়া হয়েছে , তাই দূর্গন্ধের জন্য ওগুলো নিয়ে কেউ আর ঘাটাঘাটি করতে চাচ্ছে না ।
২৩ অক্টোবর ২০১৫ রাত ০৩:৩৭
288069
ডব্লিওজামান লিখেছেন : তা-ই মনে হচ্ছে !!!
344582
০৫ অক্টোবর ২০১৫ রাত ০৯:১০
প্যারিস থেকে আমি লিখেছেন : বাংলাদেশ এক আশ্চর্যজনক জনপদের নাম।
২৩ অক্টোবর ২০১৫ রাত ০৩:৩৮
288070
ডব্লিওজামান লিখেছেন : আমাদেরই কর্মফল নয় কি ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File