নাস্তিকতা নিয়ে প্রশ্নে ছোট্ট মেয়ের চিন্তা !!!!

লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ২৪ এপ্রিল, ২০১৫, ০৪:৫৯:০৪ রাত

প্লেনে বসে এক নাস্তিকের সাথে এক ছোট মেয়ের

কথোপকথনঃ

নাস্তিক এসে মেয়েটির পাসে বসলো।

বললোঃ

আমি তোমার সাথে কথা বলে সময় পার করতে চাই।

মেয়ে বললোঃ

কি ব্যপারে কথা বলবে??

নাস্তিকটা চিন্তা করে বললোঃ

আল্লাহ নেই,কোন জান্নাত জাহান্নাম নেই,মরণের পর

কোন জীবন নেই । এসব ব্যপারে কথা বললে কেমন হয় ?

মেয়েটি বললোঃ

হ্যা ! এসব ব্যপারে কথা বলা যায় । কিন্তু তার আগে আপনাকে কিছু

প্রশ্ন করতে চাই।

মেয়েটি প্রশ্ন করলোঃ ঘোড়া,গরু এবং হরিণ একই জিনিসই খায় । আর সেটা হলো ঘাশ।

কিন্তু তার পরেও হরিণের গু/পায়খানা হয় ক্ষুদ্র বড়ির

মতো,যেখানে গরুর গু হয় প্যটিসের মতো আর ঘোড়ার গু

হয় ঝাড় আকৃতির ।

আপনি কি আমাকে বলতে পারবেন এ রকম কেনো হয় ??

নাস্তিকটা মেয়েটির মেধা দেখে অবাক হয়ে গেলো এবং বললো হুম !! আমার কোন জ্ঞান নাই এই ব্যপারে ।

মেয়েটি জবাবে বললোঃ

সেই মহান রবের সৃষ্টির এই সব জীবের গু এর ব্যপারে যেখানে আপনার কথা বলার কোন যোগ্যতা নেই । সেখান সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহর ব্যপারে আপনি কি ভাবে কথা বলবেন !!!

আর আপনি কি ভাবেই বা সেখানে নিজেকে আল্লাহর ব্যপারে কথা বলার জন্য যোগ্য মনে করবেন ??

( সংগৃহীত )

বিষয়: বিবিধ

১১১২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316603
২৪ এপ্রিল ২০১৫ সকাল ১০:১১
খান জুলহাস লিখেছেন : ভালো লাগলো
২৫ এপ্রিল ২০১৫ রাত ০৪:৪৮
257882
ডব্লিওজামান লিখেছেন : ভালো লাগা অব্যাহত রাখুন ।
316622
২৪ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৫২
আবু জান্নাত লিখেছেন : মা শা আল্লাহ, চমৎকার মেধা।
২৫ এপ্রিল ২০১৫ রাত ০৪:৪৯
257883
ডব্লিওজামান লিখেছেন : সৃষ্টিকর্তার করুণা ।
316673
২৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
শেখের পোলা লিখেছেন : খাসা উত্তর দিয়েছে মেয়েটি৷
২৫ এপ্রিল ২০১৫ রাত ০৪:৪৯
257884
ডব্লিওজামান লিখেছেন : প্রভুর দান ।
317022
২৬ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৮
হতভাগা লিখেছেন : মেয়েটিও অল্প বয়সে গু নিয়ে ভালই একটা থিসিস করে ফেলেছে
০৫ মে ২০১৫ দুপুর ০৩:৫৩
259542
ডব্লিওজামান লিখেছেন : হা হা হা আহা !!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File