মহাকবি শেখ সাদী (রঃ)'র কিছু উপদেশ
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ০৯ জুলাই, ২০১৪, ০৬:৫২:২৫ সকাল
১ । বিড়ালকে আদর করলে কোলে উঠে ।
২ । বানরকে সোহাগ করলে মাথায় উঠে ।
৩ । পরীক্ষা ছাড়া কিছু বিশ্বাস করো না ।
৪ । মিথ্যাবাদীর স্মরণশক্তি বেশী ।
৫ । স্ত্রী লোককে কখনো ১০০% বিশ্বাস করো না ।
৬ । শক্তির চেয়ে কৌশল শ্রেষ্ঠ ও কার্যকরী ।
৭ । তিন জনের নিকট কখনো গুপ্ত কথা বলা উচিত নয় : (ক) স্ত্রী লোক (খ) শত্রু ও (গ) জ্ঞানহীন মূর্খ ।
৮ । সকল কাজেই মধ্যম পণ্হা অবলম্বন করো ।
৯ । ইহকাল-পরকালে যা দরকার, তা যৌবনে সংগ্রহ করো ।
১০ । পথের সম্বল অন্যের কাছে রেখো না ।
১১ । না শিখে শিক্ষ্কতা করো না ।
১২ । দিনের বেলায় প্রদীপ জ্বেলো না ।
১৩ । আল্লাহ তা'য়ালা ৮টি অভ্যাস বড়ই ঘৃণা করেন---
(১) ধনীর কৃপনতা (২) দরিদ্রের অহংকার (৩) নারীর লজ্জাহীনতা (৪) নামাযী ব্যক্তির লোক দেখানো নামায (৫) বৃদ্ধের ব্যভিচার (৬) যুবকের অলসতা (৭) রাজা-বাদশাহর জুলুম ও (৮) সাধু ব্যক্তির অহংকার ।
বিষয়: বিবিধ
১৫৮৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ সহমত
মন্তব্য করতে লগইন করুন