পুত্রের প্রধান শিক্ষকের কাছে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের পত্র।

লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ২৪ মার্চ, ২০১৪, ১০:০০:৫৮ রাত

‘মাননীয় মহাশয়,

আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন। এটাই আপনার কাছে আমার বিশেষ দাবী।

আমার পুত্রকে অবশ্যই শিখাবেন, সব মানুষই ন্যায়পরায়ন নয়, সব মানুষই সত্য-নিষ্ঠ নয়, তাকে এও শিখাবেন, প্রত্যেক শত্রুর মাঝে একজন বন্ধু থাকে। আমি জানি, এটা শিখতে তার সময় লাগবে। তবুও যদি পারেন তাকে শিখাবেন, পাঁচটি ডলার কুড়িয়ে পাবার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান। এও তাকে শিখাবেন কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয় উল্লাস করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দেবেন। যদি পারেন, নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগে-ভাগেই একখা বুঝতে শেখে- যারা পীড়নকারী, তাদেরকে সহজেই কাবু করা যায়। বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে, তাও তাকে বুঝতে শিখাবেন।

আমার পুত্রকে শিখাবেন, বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক। নিজের উপর তার যেন সুমহান আত্মবিশ্বাস থাকে। এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে।

তাকে শিখাবেন, ভদ্রলোকের প্রতি ভদ্র আচরন করতে। কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এ শক্তি পায়, হুজুগে মাতাল যে, তার পদাংক অনুসরন না করার। সে যেন সবার কথা শ্রবন করে এবং তা সত্যের পর্দায় ছেঁকে যেন ভালটাই শুধু গ্রহণ করে, এ শিক্ষাও তাকে দেবেন।

সে যেন শিখে, দুঃখের মাঝে কিভাবে হাসতে হয়। কান্নার মাঝে যে লজ্জা নেই, এ কথা তাকে বুঝতে শিখাবেন। যারা নির্দয়, নির্মম তাদেরকে সে যেন ঘৃণা করতে শিখে, আর অতিরিক্ত আরাম আয়েশ থেকে সাবধান থাকে।

আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেন না। কেননা আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য্য হওয়ার সাহস না থাকে। যেন তার সাহসী হবার ধৈর্য্য থাকে। তাকে এ শিক্ষাও দেবেন, নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে, আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি।

ইতি -

আপনার বিশ্বস্ত

আব্রাহাম লিংকন। ’

প্রধান শিক্ষকের কাছে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের পত্র।

বিষয়: বিবিধ

১৪৭৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197351
২৪ মার্চ ২০১৪ রাত ১১:২৪
বিন হারুন লিখেছেন : আমাদের নেতাগুলোর যদি এমন শিক্ষক থাকতো. দেশটা কত না সুন্দর হত. খুব ভাল লাগল পিলাচ Rose
২৫ মার্চ ২০১৪ রাত ১২:১২
147286
ডব্লিওজামান লিখেছেন : এ এক অবাক দেশ।
এখানে ইতিহাস রচিত হয় সত্য, যুক্তি ও বিশ্লেষণের ভিত্তিতে নয়।
এখানে ইতিহাস রচিত হয় আবেগ, রাজনৈতিক ধান্দাবাজী ও ধারণার ভিত্তিতে।
বিপদজনক ব্যাপার হলো আমরা অনেকেই সেই ইতিহাস গ্রহণ করি বিচার বিশ্লেষণ ছাড়াই।
197389
২৫ মার্চ ২০১৪ রাত ১২:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
198059
২৬ মার্চ ২০১৪ রাত ০৩:০৬
ভিশু লিখেছেন : সুন্দর শেয়ার!
ভালো লাগ্লো...Happy Good Luck
২৭ মার্চ ২০১৪ সকাল ০৫:২৭
148445
ডব্লিওজামান লিখেছেন : সত্যি !!!
198562
২৭ মার্চ ২০১৪ রাত ০৪:৪৪
প্যারিস থেকে আমি লিখেছেন : লেখাটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লেগেছে।
২৭ মার্চ ২০১৪ সকাল ০৫:২৮
148446
ডব্লিওজামান লিখেছেন : হাচা কইছেন ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File