মানসকন্যার উম্মোচিত অভিসার !!!
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ২০ আগস্ট, ২০১৩, ০৩:৫৬:১৭ রাত
ওয়াহিদুজ্জামান :
আমি অভাজন, লেখার ক্ষেত্রে নিতান্তই অর্বাচীন ! তারপর ও দুরুদুরু বুকে হাঁটু কাঁপতে কাঁপতে কলম ধরলাম । ‘ব’ লিখতে ‘ফ’ লিখছি । অতএব আমার নিন্মুক্ত লেখা অভ্রান্ত এ দাবি করি এমন দুঃসাহস ক্ষীণ বুকে নেই । তবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী খেতাব যেহেতু আমার মাতৃভাষার সুবাধে আছে তাই কলম ধরতে সাহস পেলাম । বক্তব্য সুরুচিপূর্ণ, মুখরোচক কিংবা দুরুচ্চার্য হবে না তা বেশ হলফ করেই বলতে পারি । না, থাক । আজকে যে কথা লিখব বলে ভেবেছিলাম হঠাৎ করে মতি পালটিয়েছি । আপনাদের জন্য নিন্মুক্ত কচড়া মনে পড়ে গেল । শেয়ার করে ফেলি। ভুলো মনতো, পিছে আবার ভুলে যাই । এই দেখ, কোথা থেকে শুরু করব সেটাও ভুলে গেছি । যাক, অগোছালো ভাবেই বলছি
• আইন স্টাইন, েস্টফিং হকিংয়ের …… … … ভুল ধরার মত যোগ্য রাজনীতিবিদের উত্থান বাংলাদেশে ! যিনি বাংলা অভিধানে কিছু শব্দের [ ননসেন্স, ফটকা, বোগাস ……… …………… ……… ] বহুল ব্যবহার ও ঘটিয়েছেন ! এ কৃতিত্বের দাবিদার নয়ের অধিক পিএইচডি ডিগ্রীধারী গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী ………… ……… ……
• গণতন্ত্রের মানসকন্যা, গণতন্ত্রের ফুলঝুরি ছড়িয়ে [ আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান, যমুনা টিভি ………… ………… ……… বন্ধ করে ] যার শাখা প্রশাখা কিলিবিলি করে অলিতেগলিতে, এই পোকা ব্যাঙাচি ধরতে যাওয়ার অপরাধে বড়ই অগতান্ত্রিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রাহমান কে মৃত্যুর স্বাদের মজা বুঝা, মানবাধিকার সংগঠন অধিকার এর সেক্রেটারী জেনারেল আদিলুর রহমান শুভ্রসহ সরকারের উন্নয়ন না বুঝা হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী ও জনগণের নিরাপদ কারাবাস ।
• পদ্মা সেতুর উপর দাঁড়িয়ে পূর্ণ জ্যোৎস্না স্মান করেন এ দেশের অযুত মানুষ !
• ফুলেল বৃষ্টির মাধ্যমে অতিথি রাজনীতিবিদ উপহার
• কুইক রেন্টালের মাধ্যমে ধনী হওয়ার বিরল দৃষ্টান্ত
• শেয়ার মার্কেটের হতভাগ্য ছন্নছাড়ারা খামাখা সরকারের বিষদগার করে, অর্থনীতি বুঝেনা ……… সবই ফটকাবাজ !
• সরকার বাহাদুরের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা নগেনের জন্য প্রধানমন্ত্রী স্বয়ং ব্যাংকে উপস্থিত হয়ে ঋণ দানে সুপারিশ করা, এটা বিনয়ের বিরল উপমা স্থাপন !
• সরকারের ব্যাপক উন্নয়ন জনগণের ক্ষীণ দৃষ্টিতে আসেনি , তাই চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য বিলবোর্ডের উদ্ভাবন রাজনীতিতে নয়া সংযোজন ! আহা কি মজা ! নতুন কিছু শিখলাম !
• শহুরে লোকজন ভাল রাজনীতি এবং উন্নয়ন বুঝেনা, তাই পাঁচ সিটি কর্পোরেসন নির্বাচনে বিরোধীদলের নিরংকুশ বিজয় !!!
• ঘষেমেজে সুন্দরী আর হেঁকেঢেকে নেতানেত্রী ! স্বামীর নিষেধাজ্ঞা সত্ত্বেও বহুরূপী চেষ্টা ব্যর্থতার শীর্ষে !!!
• রং হেডেড খেতাব পাওয়া বিশ্বের একমাত্র প্রধানমন্ত্রী, আমার সোনার বাংলাদেশের গৌরব !
• প্রজাপতি মন্ত্রী রং বেরংঙ্গের পাখা মেলে চতুর্দশী সেজে দেশের হিত সাধনে বিশ্ব ভ্রমণ ! এ জন্য সংসার ভুলে মাত্র ১ বার শ্বশুর বাড়ীতে পদার্পণ করেছেন । দেশের বিরল গৌরব এ রকম একটা বউমা পাওয়া ।
• টিপাইমুখ ও তিস্তা চুক্তির হাঁকডাক প্রাপ্তি বায়ুহীন বেলুন এবং অশ্বডিম্ব আঁকারে দেশবাসীর স্কন্ধে চাপানোর বাহাদুরি সরকার বাহাদুরের নিটোল বাহাদুরি !
• গুমের রাজনীতির ঊর্ধ্ব বাহন নিত্য ! গুমাতংকে দেশবাসী বিনিদ্র থাকছেন এতে করে তাদের কর্মঘণ্টা বেড়েছে । ফলে দেশের অর্থনীতির চাকা গতিশীল হয়েছে । এ সুনাম জোট সরকারের অবশ্যই প্রাপ্তি !!!
• একজন অবাঙ্গালী হয়ে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া সম্ভব ! কারণ ঘোমটা দিলে আর যাই হোক তিনিতো বাঙ্গালি হতে পারেননা !
• বিচার বিভাগের ন্যায় পরায়ণতা নিয়ে শুধু বিদেশীরাই সমালোচনা করেন। দেশে ন্যায় বিচারের স্রোত বইছে । যে স্রোতের প্রতিকূলে ফারাক্কা বাঁধ ও আজ ব্যর্থ ! এ ছাড়া আমার দেশের বর্তমান বিচারকরা অন্তর্যামী তা কারো জানা ছিলনা ! সরকার যা চায়, পরের দিন তা রায় হয়ে বের হয় ! এ রকম বিচারপতি এবং আদালত পাওয়া সৌভাগ্যের ব্যাপার !
• দুর্নীতির লেশমাত্র দেশে খোঁজে পাওয়া যাবে না ! শুধু বিদেশীদের চর টিআইবি ভারী চশমা চোখে উল্টো দেখে !
• মানবাধিকার মুখ থুবড়ে পড়েছে , এ কথা কেবল নিন্দুকেরা বলছে ! দেশের ২০ কোটি জনতার ১জন ও কি বলতে সাহস পায়, এ দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ! কার ঘাড়ে কয়টি মাথা !!!!!
• বিশ্ববাসী এতদিন জানত সৃষ্টিকর্তাই মদ, জুয়া …… … … হারাম করেছেন । স্বনামধন্য মন্ত্রীর বদৌলতে সেদিন তাদের জানা হল মিঃ ড্যাশই তা হারাম করেছেন [ অর্বাচীন বলে কাকে !!!! ] ! এ রকম মন্ত্রী দুনিয়ায় দ্বিতীয়জন খোঁজে পাওয়া ভার !!
• আসলে পানি, গ্যাস ও বিদ্যুতের কোন ঘাটতি নেই ! হেডমাস্টারের ন্যায় অতীতের লোডশেডিংয়ের কথা মনে করিয়ে দেয়ার জন্যই কেবল তা করা হয় !!!!
• গ্রেফতার বাণিজ্য ……… …… … ব্যবসার এক নতুন দিগন্ত !!!!
• সাইনবোর্ডের নাম পরিবর্তনে রাষ্ট্রের আয় কত বেড়েছে একমাত্র ঈশ্বরই মালুম !!!
• হয়রানি ও নির্যাতন এড়াতে শিক্ষার্থীদের [ বাল/বিসিএল] ‘র দ্বিতীয় পরিচয়পত্র লাভ !!!
• রঙ্গমঞ্চের ফাল্গুনী বাতাসের হুকুমে বরদার হয়ে পড়েন বাংলাদেশের জাতীয় পতাকার উত্থান পতন !!!
• সকল মঙ্গল কাজের স্রষ্টা, ঈশ্বর ইবলিশকে ও ধন্যবাদ আমার দীর্ঘ দিনের আশা পূরণ করে দেয়ার জন্য । জাতীয় সংসদ নির্বাচনে যাদের সব কয়টি আসনের জামানত বাজেয়াপ্ত হয়, কেবল দলীয় ব্যানার ও ব্রিফকেস সম্পন্ন অফিস দিয়ে যারা মহাবাহাদুর সরকারের ভীত নাড়িয়ে দেয় , মঈন - ফখরুদ্দিন সরকার এবং দুর্নীতি দমন কমিশন এ দলটির দুর্নীতির ভারে ছিল নুজ্জ্য !!! পদ নিয়ে ও দলীয় কোন্দলে হতাহতের ঘটনা যাদের নিত্যনৈমেত্তিক ব্যাপার, পারিবারিক সূত্র যাদের রাজনৈতিক বাহাদুরি, তাদের ছাত্র সংগঠনের নেতা কর্মীদের চাকরি এবং ইউনিভার্সিটির বিভিন্ন কোঠা ছাড়া ভর্তির কোন গন্তত্যর নেই, এ রকম একটি দলকে ঐশ্বরিক আইনে নিিষদ্দ করে দেয়ার জন্য !
• বাংলাদেশের প্রথম এবং একমাত্র নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুস একজন সুদখোর !!! টাকা দিলে এরকম নোবেলের অভাব হয়না !!! অতএব, নোবেল পেতে টাকা নিয়ে মহাজট সরকারের কাছে যান !!!
• প্রতিবেশী বিশেষ দেশের সঙ্গে এ সরকারের বিশেষ আত্মীয় সম্পর্ক [ যা অনেকেই ভাবেন এবং বলেন ] যার নজির আমরা পাচ্ছি টিপাইমুখ, ফারাক্কা বাঁধ, ট্রানজিট, নদী ও সমুদ্র সীমা, করিডোর, বিএসএফ`র ফেলানীসহ হাজারো উপহার এবং …………… ………… …………
• বিদেশী মিডিয়া { ইকোনোমিষ্ট, গার্ডিয়ান, ফিনেন্সিয়াল টাইমস, নিউইয়র্ক টাইমস, আল জাজিরা, বিবিসি,সিএনএন সহ অন্যান্য প্রচার মাধ্যমগুলো }সরকারের নানামুখী উন্নয়নে হিংসাত্মক হয়ে প্রতিবেদন প্রকাশ করে দেশের বিরুদ্দে ষড়যন্ত্র করছে !
• শেয়ার বাজারের দরবেশীনীকে জামিনের শর্ত হিসেবে মাসে ১শ কোটি টাকা ঋণ আদায়ের সুখ্যাতি অর্জন
• ক্রসফায়ার,গুম,হত্যা, নদী - নালা, খাল - বিল ও পছন্দমত সম্পত্তি দখল এবং যখন তখন যারে তারে গ্রেফতার ও রিমান্ডের সাহসী নমুনা পেশ !
• সময়পোযোগী নানা পদক্ষেপের মাধ্যমে বিশ্বের সবচেয়ে ধার্মিক প্রধানমন্ত্রীর আসন অলংক্বতকরণ !
• চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ ও অস্রের ব্যবহার সিনেমার বাস্তব রুপায়ন !
• জামায়াতের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ দেয়া উচিত ! তাদের মত নাম সর্বস্ব একটি দলকে প্রধান বিরোধী দলের আসনে নিয়ে আসার জন্য !
• ইতিহাসের ধারাবাহিকতায় একটি বিশেষ গোষ্ঠী এখনো [ ৪২ বছর যাবত ] নারী ধর্ষণ, অপহরণ , বলাৎকার, ধর্মান্তরিত, দেশান্তর , বাড়িঘর দখল, জ্বালাও পোড়াও করে সরকারের সুনাম ধ্বংস করছে ! তাই ………………………………………
• দেশ প্রেম কার না আছে ! কে না চায় তার জন্মস্থান মাতৃভূমিতে থাকতে ! তাই মহাজট সরকারের অবদান বাংলাদেশীদের জন্য প্রবাসকে ছোট করে আনা ! এমনকি আমদানি রপ্তানির ক্ষেত্রে ও !!!
• আকাশ বাতাস কাঁপানো জিয়ার সৈনিকদের [ দুধের মাছি ] নিরাপদ স্বপ্ন ঘুম উপহার দেয়া !!
• মহাজট সরকারের সেবায় দেশের সর্বনিন্ম থেকে সর্বোচ্চ নাগরিকদের ত্রাহি ত্রাহি সন্তুষ্টি প্রকাশ ! এ অর্জন হযরত ওমর [ রা : ] ‘র যুগকেও ছাড়িয়ে গেছে !
• দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বিডিআর’র সফল হত্যাকাণ্ড, ধর্ষণের সেঞ্চুরি উৎসব, মানুষের ক্রয় ক্ষমতা আকাশচুম্বী … … … !!! ও আমার ঈশ্ব, দৃষ্টি ফেরাও একটিবার !!!!
• রাষ্ট্রের এমন কোন দিক ও বিভাগ নেই যেখানে তাদের উন্নয়নের ছোঁয়া লাগেনি !
• সর্বোপরি কোন রকম বাঁধা বিপত্তি ছাড়া নিজের ইচ্ছামত কিভাবে দেশ চালাতে হয় তা তিনি সফলভাবেই করে দেখালেন ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালকদের !!!
ভুলো মনতো, লিখতে লিখতে সব গুলিয়ে ফেলেছি । ফের যেই মনে পড়বে সুবোধ বালকের মত অবোধ হয়ে আবার লিখবো । ততক্ষণে গর্বিত দেশবাসীর জন্য শুভ কামনা ।
বিষয়: বিবিধ
১৬৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন