কোটা, কোটা হা হা কোটা !!!

লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ১৪ জুলাই, ২০১৩, ০৯:৪৬:৪০ রাত

এক ছেলে অনেক কষ্টে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পেলো।প্রধানমন্ত্রীরও সময় বের করে দেখা করতে আসলেন।

প্র.মঃ-তোমার নাম কি ?

ছেলেঃ-শ্রী অমুক সিং।

প্র.মঃ-কোন কৌটার অধীনে পড়েছ ?

ছেলেঃ-আমি কোন কৌটার অধীনে না,আমি শাহবাগ হতে আসছি।একটি ...............

প্র.মঃ-শাহবাগ !!(হাসি) ওই কে কোথায় আছিস,চা-বিস্কুট যা আছে নিয়ে আয়।আহা কেমন শুকিয়ে গেছে! কতদিন যাবৎ আমাদের জন্য ওখানে আছে ছেলেগুলো ।

ছেলেঃ-না মানে আমি শাহবাগের মেধাচত্বর হতে স্মারকলিপি জমা দিতে..................

প্র.মঃ-মেধাচত্বর ?! ওই চা-বিস্কুট নিয়া যা আর ওসি হারুনকে খবর দে,আমার এখানে জামাত-শিবির ঢুকে গেছে।সব ধারার মামলা দিয়ে একে জেলে ভর তাড়াতাড়ি।

ছেলেঃ-???!!!আমি একজন হিন্দু,আমি জামাত-শিবিরের কেউ না।আপনি যা করছেন সেটা অন্যায়।

প্র.মঃ-অন্যায় !!বিশ্বজিৎ কে শিবির বানাইয়া আমার ছেলেরা প্রকাশ্যে কুপাইলো আর তুমিতো কোন মেধাচত্বর হতে আসছো, তোমারেও জামাত-শিবির বানাইয়া চালান করে দিলে কেউ টেরই পাইবো না ..।দেশের মানুষ এখনো ঘুমাচ্ছে...............হাহাহাহাহাহা...।

জয় বাংলা-এবার আমারে সামলা।

বিষয়: বিবিধ

১৪৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File