স্বদেশ আমার
লিখেছেন লিখেছেন খণ্ডিত হৃদয়ের কথন ১২ জুলাই, ২০১৩, ০২:৪৩:৫৮ রাত
জন্মালাম যে দেশে
থাকতে চাইনা সে দেশে
অন্যের দেশকে লাগে ভারী উচ্চ
নিজের দেশকে ভাবি ভীষণ তুচ্ছ
একবার ভাবি আপন মনে
ছাড়িলাম দেশ কোন কারণে
নিজ পায়ে মেরে কুড়াল
দেশ এখন চোখের আড়াল
আজ উতলা মনপ্রাণ
অন্যের তরে গাহিলাম গান
ছিলাম অজ্ঞান হলাম সজ্ঞান
দেশকে ভালবেসে রাখব মোদের মান
মোরা প্রস্তুত দিতে প্রাণ
হতে দেবনা স্বদেশের অপমান
সবাই মিলে গাই গান
স্বদেশ মোদের প্রাণের সমান
শপথ আজ নিলাম শেষে
যেখায় থাকি দেশ বিদেশে
রাখব উচ্ছ সবার শীর্ষে
মা আমার জন্মেছি যে দেশে
*************রাসেল
বিষয়: বিবিধ
১৩০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন