কেন কোরআনের মতো একটি সূরাও মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয় (পর্ব ১)
লিখেছেন লিখেছেন গ্যালাক্সী ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:২৬:২৮ সন্ধ্যা
এখন বিংশ শতাব্দী। জ্ঞান-বিজ্ঞানের এক উন্নত শিখরে মানুষের অবস্থান। এই বিংশ শতাব্দীতে কোন আধুনিক মানুষ যদি জিজ্ঞাসা করে কোরআন যে আল্লাহ তথা ঈশ্বর প্রদত্ত গ্রন্থ- তার প্রমাণ কী? আমি-আপনি হয়ত এককথায় বলব—বিশ্বাস। অর্থাৎ, কোরআনের উপর বিশ্বাসের ভিত্তি হচ্ছে বিনা প্রমাণে, না দেখে এক আল্লাহর উপর বিশ্বাস। কিন্তু এই প্রযুক্তির যুগে একজন আধুনিক মানুষ কেন শুধুই বিশ্বাসের উপর ভিত্তি করে কোরআনকে আল্লাহর গ্রন্থ হিসেবে মেনে নিবে? কোরআন যে ঈশ্বর প্রদত্ত গ্রন্থ তার কি কোনই প্রমাণ নেই? আল্লাহর অশেষ রহমতে কোরআন যে আল্লাহর গ্রন্থ তার নিশ্চিত আলামত বা প্রমাণপত্র আজকে পেশ করা হবে। যা থেকে আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারব যে, কেন কোরআনের মতো একটি গ্রন্থ মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়।
এখন আসুন দেখি কেন কোরআনের মতো কিতাব কোন মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়-
Click this link
বিষয়: বিবিধ
১৬৫২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ্ আপনার ও আপনার পরিবারের সকলকে সহি-সালামত রাখুক,এবং আমাকে ও আমার পরিবারের সকলকেও সালামত রাখুক,
আল্লাহ্ আপনার এই লিখাকে জান্নাতের উসিলা বানিয়ে দিক, এবং আমাদেরকে ......
...... আমিন,
মন্তব্য করতে লগইন করুন